নতুন উদ্যোক্তাদের জন্য ‌’ইনহাউজ’

নতুন উদ্যোক্তাদের জন্য ‌’ইনহাউজ’

  • উদ্যোক্তা ডেস্ক 

নিজের কাছে কোনো ধারণা আছে, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য উদ্যোগটি শুরু করা সম্ভব হচ্ছে না। শুরু করতে হলে যা যা প্রয়োজন হয়, সেসবের মধ্যে একটি হচ্ছে কার্যক্রম চালানোর জন্য অফিস। এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও পোর্টিকাসের সহায়তায় তরুণদের জন্য ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন চালু করেছে ইনহাউজ। প্রতিষ্ঠানটি নতুন উদ্যোক্তাদের অফিস চালানোর জায়গা (কো-ওয়ার্কিং প্লেস) দেবে।

রাজধানীর ধানমন্ডির ইনহাউজের এই স্থানে রয়েছে কাজ করার ওপেন ডেস্ক, এক্সিকিউটিভ রুম, সভাকক্ষ, কর্মশালা ও অনুষ্ঠান করার জায়গা। শীতাতপনিয়ন্ত্রিত, সার্বক্ষণিক ইন্টারনেট-সুবিধাসহ ইনহাউজে জায়গা ও অন্যান্য সুবিধা ভাড়া নেওয়া যাবে ঘণ্টা, দিন, সপ্তাহ কিংবা মাস হিসাবে। বিস্তারিত: www.inhousebd.com এবং inHouse

সূত্র: প্রথম আলো

favicon59

Sharing is caring!

Leave a Comment