চার উদ্যোক্তার পথচলা

চার উদ্যোক্তার পথচলা

  • উদ্যোক্তা ডেস্ক

শখ থেকেই উদ্যোগ নেয় অনেকে। সেই কাজটিই এক সময় হয়ে উঠে ধ্যানজ্ঞান। চারজন উদ্যোক্তার সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন।

উজমা কাওসার : অরেগন

কাজটার শুরু শখ থেকেই, নিজের স্যান্ডেল আর ব্যাগের শখ। সেই থেকেই ২০০৭ সালে কয়েকটা ডিজাইন দিয়ে পথ চলা শুরু আমার। সেই পথেই অরেগনের উদ্ভব, বড় হয়ে ওঠা। ধীরে ধীরে স্যান্ডেল, ব্যাগ ও ক্লাচের ডিজাইন ও সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিন পরার স্যান্ডেল বা ব্যাগ থেকে শুরু করে দামি এক জোড়া জুতো বা দাওয়াতে যাওয়ার ব্যাগটার জন্য যেন বিদেশি ব্র্যান্ডগুলোর ওপর নির্ভর করতে না হয় এই চিন্তা থেকেই আমার ব্যবসার শুরু।

নিশাত রহমান : স্টাইলিশ শপিং

1474809153আমি এ বছর ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি। আমি আমার ব্যবসা শুরু করি যখন অনার্স দ্বিতীয় বর্ষে ছিলাম। অধ্যয়নের সময়, আমি কিছু কাজ করার জন্য স্বপ্ন দেখতাম। নিজে স্বাবলম্বী হওয়ার চিন্তায় আমি ফেসবুকে সর্বোচ্চ সময় ব্যয় করি ই-কমার্সের পেছনে। আমার জমানো ৩৫ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু এবং দিনের পর দিন আমার ব্যবসা বৃদ্ধি হয়ে আজ আমি এই অবস্থানে।

সানজানা জামান : রেনে বাংলাদেশ

গতানুগতিক ১০টা থেকে ৬টা বা ৯টা থেকে ৫টা অফিস না করে নিজের একটা কিছু শুরু করার তাগিদ থেকেই রেনে বাংলাদেশের জন্ম। আমাদের দেশীয় কিন্তু আন্তর্জাতিক মানের চামড়া, পাট, কাপড়, আর্টিফিশিয়াল চামড়া ইত্যাদি ব্যবহার করে বানান বহুমুখী পণ্যের উত্পাদন, সরবরাহ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আমি বর্তমানে রেনে বাংলাদেশে ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কর্মরত আছি। আমি সহ-প্রতিষ্ঠাতা। দেশের মানুষের চাহিদা পূরণের উদ্দেশ্যে শুরু হলেও আমরা এখন অল্প আকারে রফতানি শুরু করেছি।

অমিয়া সানজিনা রহমান : আরশি ড্রেসেস অ্যান্ড আক্সেসরিজ

শুরুটা হয়েছিল সেই ২০১৩ সালে যখন বিবিএ শেষ করে সবাই জব খুঁজছি তখন আমার চিন্তা নিজের  নতুন কিছু করা এবং সেই কাজটি করা যেটাতে আমি নিজে আনন্দ পাই আর সবাইকে খুশি করতে পারি। একটি মেয়ের মন ভালো করার একটি মাধ্যম হলো শপিং করা। ৩ বান্ধবী মিলে শুরু করলেও আমিই টিকে আছি। কালেকশনে সব ধরনের জিনিস যেমন হাতের কাজের জিনিস যেটা আমার কারিগররা তাদের দক্ষতা দিয়ে করে থাকে, কাস্টমাইজড ড্রেস শাড়ি, ইম্পরটেড গহনা, ব্যাগ ইত্যাদি। আমার কাছে আমার প্রতিষ্ঠান হলো একটা ছোট বাচ্চার মতো যাকে আমি আস্তে আস্তে বড় করে তুলেছি অনেক বাধা আর ধোঁকা খাওয়ার পরও।

সূত্র: ইত্তেফাকfavicon59

Sharing is caring!

Leave a Comment