তিন তরুণের ম্যাগনিটো ডিজিটাল

তিন তরুণের ম্যাগনিটো ডিজিটাল

  • উদ্যোক্তা ডেস্ক

বাংলাদেশে বড় হওয়ার পর রিয়াদ শাহীর আহমেদ হোসেইন ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। মার্কেটিং থেকে বিবিএ করার পর তিনি সেখানের আর্কেডিয়া গ্রুপে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ট্রেনি কর্মসূচিতে যোগ দেন। এক বছর কাজও করেন সেখানে। এক সকালে সবকিছু ছেড়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। আশা ছিল একজন উদ্যোক্তা হওয়ার।

দেশে এসে দেখা হয় আরও দুই তরুণের সঙ্গে। তাঁদের মধ্যে আমের খান নর্থ সাউথ থেকে বিবিএ শেষ করেছেন। আর মুনাজের চৌধুরী যুক্তরাষ্ট্রে বিবিএতে পড়েছেন। তিনজনের চিন্তা মিলে গেলে তাঁরা উদ্যোক্তা হওয়ার পথে পা বাড়ান।

রিয়াদ জানান, ২০০৭ সালে তিনি দেশে ফিরে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে অংশীদারদের নিয়ে গুলশানে প্রিন্টিং ব্যবসা শুরু করেন। প্রায় দুই বছর পরিশ্রমের পর ২০০৯ সালে তাঁরা রুট মার্কেটিং সার্ভিস নামে একটি কমিউনিকেশন এজেন্সি শুরু করেন। আরও চার বছর পর রিয়াদ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করেন। গত বছরের মার্চে রিয়াদ, আমের ও মুনাজের মিলে দেশের অন্যতম প্রথম ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসেবে ম্যাগনিটো ডিজিটালের যাত্রা শুরু করেন। ম্যাগনিটোর উদ্দেশ্য ছিল দেশের বাজারকে ডিজিটাল করার ব্যাপারে মানুষকে আগ্রহী করে তোলা। ছোট-বড় ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবসাকে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে সম্পৃক্ত করা।

প্রাথমিকভাবে ছয়জনকে নিয়ে কাজ শুরু করে প্রধান নির্বাহী হিসেবে রিয়াদ যে সমস্যার মুখোমুখি হন তা হলো, সঠিক লোক খুঁজে পাওয়া, যাঁকে তিনি বিভিন্ন কাজের দায়িত্ব দিতে পারেন। কিছুটা সময় লাগলেও রিয়াদ বেশ কয়েকজন ভালো কর্মী পান। এক বছরের মাথায় ম্যাগনিটো ডিজিটাল এজেন্সি হিসেবে প্রতিষ্ঠা পায়। তৈরি করে ওয়েবসাইট ( www.magnitodigital.com)। ফেসবুকে পেজ খোলে ( www.facebook.com/magnitodigital)। ডিজিটাল স্ট্যাটেজি তৈরি থেকে শুরু করে ডিজিটাল ক্যাম্পেইন সম্পাদন করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মিডিয়া বায়িং, অ্যানিমেশন তৈরি, ভিডিও, অ্যাপ্লিকেশন, ওয়েব ইন্টারফেসসহ আরও অনেক কিছু নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

রিয়াদ বলেন, এ বছরে ঢাকার অনেক রেস্টুরেন্টই তাদের মার্কেটিং বাজেটের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার পেছনে ব্যয় করা শুরু করে। ৩০টির ওপরে রেস্টুরেন্ট ব্র্যান্ডের সঙ্গে কাজ করে ম্যাগনিটো ডিজিটাল।

ম্যাগনিটোতে বতর্মানে ৩৫ জন ফুলটাইম কর্মকতা রয়েছেন। এ ছাড়া ম্যাগনিটো দেশের শীর্ষ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ডিজিটাল এজেন্সি হিসেবে কাজ করছে। এখন দেশের বাইরেও তাদের কাজের পরিধি বাড়ানোর কথা ভাবছে ম্যাগনিটো ডিজিটাল। favicon59-4

Sharing is caring!

Leave a Comment