ডিজিটাল বিপণন মানে ফেসবুক বা ইউটিউবে বিজ্ঞাপন নয়

ডিজিটাল বিপণন মানে ফেসবুক বা ইউটিউবে বিজ্ঞাপন নয়

  • উদ্যোক্তা ডেস্ক 

ডিজিটাল বিপণন মানে শুধু ফেসবুক কিংবা ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া নয়, এর অর্থ—প্রযুক্তির মাধ্যমে বিপণনের সম্ভাব্য সব পথে প্রচারণার চেষ্টা করা।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) আয়োজনে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বিপণনবিষয়ক সম্মেলন ‘ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৬’–এ বক্তারা এমন কথা বলেন। এবারের সম্মেলনের মূল বিষয় ছিল ডিমিস্টিফায়িং ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিপণনের রহস্য উন্মোচন। সম্মেলনে ডিজিটাল বিপণন পেশাজীবী ও নীতিনির্ধারকেরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

সম্মেলনে একাধিক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেসবুক   ক্রিয়েটিভ শপের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ফারগাস ও’হেয়ার, আলিবাবা গ্রুপের পণ্য পরিচালন ব্যবস্থাপক মো. মেহেদি রেজা, গ্রে গ্রুপের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সুরেশ রামস্বামী, আইএমআরবির মিডিয়া ও রিটেইল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত মেহতা    এবং স্পাইডার ডিজিটাল ইনোভেশনসের প্রধান তথ্য কর্মকর্তা কাজী     মনিরুল কবির। ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ধারণার সঙ্গে তাঁরা পরিচয় করিয়ে দেন।

এরপর ডিজিটাল বিপণন নিয়ে স্ট্র্যাটেজিক ডিজিটাল ও ম্যাগনিটো ডিজিটাল তাদের সফল দুটি প্রচারণার গল্প তুলে ধরে। এসএসডি টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদির পরিচালনায় ডিজিটাল মার্কেটিং কীভাবে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে, সে বিষয়ে প্যানেল আলোচনার আয়োজন ছিল। এতে অংশ নেন দেশের বিভিন্ন ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা।

ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সম্মেলনে চারটি নির্দিষ্ট বিষয়ে মতবিনিময় অধিবেশনের আয়োজন করা হয়। অধিবেশন পরিচালনা করেন গুগল, আলিবাবা, এসএসডি টেক, ওয়েবেবলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৬ আয়োজনে সহযোগী দ্য ডেইলি স্টার এবং পৃষ্ঠপোষক হুয়াওয়ে ও এসএসডি টেকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment