বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে বিএসইসি

বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে বিএসইসি

  • উদ্যোক্তা ডেস্ক 

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রতিষ্ঠানের নাম হবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)।

বিএএসএমে পুঁজিবাজারের বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের প্রশিক্ষণে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা, পোস্টগ্র্যাজুয়েট কোর্স পরিচালিত হবে।

বিএএসএম প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি ‘বিনিয়োগ শিক্ষার উন্নয়ন ও প্রশিক্ষণ-২০১৬’ নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। খসড়া নীতিমালাটি জনমত যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নীতিমালাটির খসড়ায় বলা হয়েছে, বিনিয়োগকারী, পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা ও সর্বস্তরের জনগণের মধ্যে আর্থিক জ্ঞান বাড়াতে মধ্য, স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের আওতায় উপ-আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক শিক্ষাদান ছাড়াও কমিশনের আদেশের বলে অন্যান্য শিক্ষা, যেমন—রোড শো, সেমিনার, ওয়ার্কশপ পরিচালিত হবে।

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও পরিচালনার প্রস্তাবিত নীতিমালায় আর্থিক জ্ঞান বাড়ানোর জন্য ‘বিনিয়োগ শিক্ষা তহবিল’ নামে একটি তহবিল গঠন করা হবে। যে তহবিলে স্থানীয় কর্তৃপক্ষ, স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি, ইস্যুয়ার, অর্থ ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, অনুদান বা অন্য কোনো খাত হতে অর্থ জমা হবে।

বিনিয়োগ শিক্ষার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে জাতীয় উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাবও রাখা হয়েছে প্রস্তাবিত আইনের খসড়ায়। কমিশন সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টা কমিটি গঠন করবে। এ ছাড়া বিধিমালার উদ্দেশ্য পূরণে ও বিনিয়োগ-সিকিউরিটিজ মার্কেট-সংশ্লিষ্ট শিক্ষার প্রসারে কমিশন প্রয়োজনবোধে আইনে প্রদত্ত ক্ষমতাবলে দেশি-বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে।

২০০৮ সালে স্টেকহোল্ডার, বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে বিএসইসি। বিভিন্ন কোর্সের আওতায় বিনিয়োগ-সংশ্লিষ্ট শিক্ষা দিচ্ছে এ প্রতিষ্ঠান।

Sharing is caring!

Leave a Comment