কক্সবাজারে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা

কক্সবাজারে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা

  • উদ্যোক্তা ডেস্ক 

দেশীয় শিল্পের স্বার্থসংরক্ষণে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা ও কার্যাবলী এবং অসাধু বাণিজ্য প্রতিবিধান সম্পর্কে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং জেলা প্রশাসন ও কক্সবাজার চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্ম সচিব) মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, কক্সবাজারে এই প্রথম ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসন ও কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। তিনি বলেন, বাংলাদেশ ট্যারিফ কমিশন কি এবং তার ভূমিকা কি এ সম্পর্কে অনেক ব্যবসায়ী অবগত নন। ট্যারিফ কমিশন বণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। পাশাপাশি স্থানীয় শিল্প এবং ব্যবসায়ীদের স্বার্থ সরক্ষণ করাও এ ট্যারিফ কমিশনের প্রধান কাজ।

সেমিনারের সভাপতি জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, আগামীতে কক্সবাজারে প্রচুর বিনিয়োগ হওয়ার ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কক্সবাজারের ব্যবসায়ী মহলকে বাণিজ্য নীতিমালা এবং ট্যারিফ কমিশনের কার্যাবলী সম্পর্কে সক্ষমতা অর্জন করা সময়ের দাবি। জেলা প্রশাসন এবং স্থানীয় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যারিফ কমিশনের প্রতিনিধি হিসেবে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। কক্সবাজারের স্থানীয় ব্যবসায়ী মহল এবং শিল্পদ্যোক্তাদের ব্যবসায়িক সংক্রান্ত যে কোন ধরনের সমস্যা সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। সেমিনারের বিশেষ অতিথি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, কক্সবাজারের লবণ চাষী এবং মিল মালিকদের স্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসকের ভূমিকা প্রশংসার দাবি রাখে।

জেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় চলতি বছরে লবণের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কোন ধরনের লবণ আমদানি না হওয়াতে স্থানীয় লবণ চাষীরা ন্যায্যমূল্য পেয়েছে। মিয়ানমারের রাখাইন স্টেটে বাংলাদেশে উৎপাদিত নির্মাণ সামগ্রী যথেষ্ট চাহিদা রয়েছে জানিয়ে আবু মোর্শেদ চৌধুরী নির্মাণ সামগ্রীর ওপর রফতানিকারকদের পণ্য রফতানিতে ভর্তুকি দেয়ার ব্যাপারে ট্যারিফ কমিশনের সহযোগিতা কামনা করেন। গবেষণা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান (চলতি দায়িত্ব) রমা দেওয়ান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা মহিনুল করিম খন্দকার, চেম্বার অব কমার্সের পরিচালক ফজলুল কাদের চৌধুরী, ইঞ্জিনিয়ার কানন পাল উপস্থিত ছিলেন।favicon59-4

Sharing is caring!

Leave a Comment