বিনিয়োগের গল্প শোনালেন বেজোস

বিনিয়োগের গল্প শোনালেন বেজোস

  • উদ্যোক্তা ডেস্ক

বহু বছর ধরে যারা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে আসছেন, তাদেরও দু’হাত ভরে দিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সম্প্রতি অ্যামাজনের প্রথম দিকের বিনিয়োগকারীদের গল্প শোনালেন তিনি। সানফ্রান্সিসকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত ভ্যানিটি ফেয়ার নিউ এস্টাবলিশমেন্ট সামিটে বেজোস বলেন সেসব বিনিয়োগকারীর কথা, যারা দুই দশক আগে দৃঢ়তার সঙ্গে বিনিয়োগ করেন নতুন এক স্টার্টআপে।

বেজোসের ভাষ্যে, প্রথম ২০ বিনিয়োগকারীর প্রত্যেকে অ্যামাজনে বিনিয়োগ করেন প্রায় ৫০ হাজার ডলার। এর পরিপ্রেক্ষিতে প্রত্যেক বিনিয়োগকারী সে সময় কোম্পানির শেয়ার পান ১ শতাংশের কম করে। প্রথম দিকের বিনিয়োগকারীদের অনেকেই এখন আর নেই। তবে তারা থাকলে লাভবানই হতেন। ১৯৯৪ সালে অ্যামাজন ডটকমের জন্য প্রথম অর্থ সংগ্রহের কাজ শুরু করেন বেজোস। তখন ভেঞ্চার ক্যাপিটালের (ভিসি) চালচিত্র ছিল এখনকার তুলনায় বেশ আলাদা। ওই সময় অ্যামাজন ডটকম নিছকই এক অনলাইন বুকস্টোর। তিনি বলেন, ২০ থেকে ২২ জন বিনিয়োগকারীর প্রত্যেকে অ্যামাজনে বিনিয়োগের জন্য তার হাতে তুলে দিয়েছিলেন ৫০ হাজার ডলারের সামান্য চেক। এতে সংগ্রহ হয় সব মিলিয়ে ১০ লাখ ডলার। এর বিনিময়ে প্রত্যেক বিনিয়োগকারী পান প্রতিষ্ঠানের ২০ শতাংশের মতো শেয়ার। বেশির ভাগ বিনিয়োগ হয় ১৯৯৫-৯৬ সালের মধ্যে।

অ্যামাজন নিয়ে বই লিখেছেন রিচার্ড ব্র্যান্ট, নাম ‘ওয়ান ক্লিক’। সে বইয়েও বিনিয়োগকারীদের নিয়ে রয়েছে বিস্তারিত তথ্য। এতে বলা হয় শিয়াটলভিত্তিক স্টক ব্রোকার এরিক ডিলনের কথা। তিনি নাকি বিনিয়োগে ভীষণভাবে আগ্রহী ছিলেন। কিন্তু বেজোসের ৬০ লাখ ডলার বাজারমূল্যের কোম্পানির প্রতি বিশেষ ভরসা ছিল না তার। বেজোসেকে প্রতারক হিসেবেই মনে হতে লাগল তার। পরবর্তীতে বেজোস অন্য ইন্টারনেট কোম্পানির উদাহরণ দিয়ে আস্থা অর্জন করেন এরিকের। সে সময় তিনি বেজোসকে প্রতিষ্ঠানের বাজারমূল্য ৫০ লাখ ডলার নির্ধারণের পরামর্শ দিয়ে বিনিয়োগ করেন স্বল্প কিছু অর্থ। আরেক শিয়াটলভিত্তিক ব্যবসায় টম অ্যালবার্গ বেজোসের অ্যামাজন প্রকল্পে মুগ্ধ হয়ে বিনিয়োগ করেন বহুদিন। এভাবেই প্রথম ধাপে বেজোস ৯ লাখ ৮১ হাজার ডলার সংগ্রহে সমর্থ হন। পরবর্তীতে ১৯৯৬ সালের জুনে অ্যামাজনে উল্লেখযোগ্য বিনিয়োগ করে মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ক্লেইনার পারকিন্স। বিনিয়োগকৃত অর্থের অংক ছিল ৮০ লাখ ডলার। শেয়ারবাজারে প্রবেশের আগে এটিই অ্যামাজনে সবচেয়ে বড় ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ।

১৯৯৭ সালের মে মাসে শেয়ারবাজারে প্রবেশ করে অ্যামাজন। প্রথম দিকের বিনিয়োগকারীদের মধ্যে এখনো প্রতিষ্ঠানে রয়েছেন টম অ্যালবার্গ। অ্যামাজনে পরিচালনা পদে থাকার পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম মাড্রোনা ভেঞ্চার্সে।

সূত্র : বিজনেস ইনসাইডার  favicon59-4

Sharing is caring!

Leave a Comment