ব্যবসার অষ্ট-ব্যাঞ্জন

ব্যবসার অষ্ট-ব্যাঞ্জন

  • শিমি আক্তার

সফল মানুষরা প্রায়ই উপদেশ দিয়ে থাকেন কিন্তু তাঁদের উপদেশ আসলে কেউই শুনতে চান না। কিন্তু আপনি যদি একটা ব্যবসায় দাঁড় করতে চান, তাহলে তাঁদের উপদেশ মন থেকে গ্রহণ করা উচিত। দৈবক্রমের মাধ্যমে সফলতা আসে না। এর জন্য কঠোর পরিশ্রম এবং সৌভাগ্যের বড় একটি মাত্রার সংযোজনও দরকার। নিচে ব্যবসা গঠনের উপর সেরা ৮টি টিপস তুলে ধরা হলো।


১. সুখি গ্রাহক তৈরি করা

রিয়েল এস্টেট ব্যবসায়ের উদ্দ্যোক্তা ও সফটওয়ারের শীর্ষ ব্যবসায়ী তেজ কোহলি জানিয়েছেন, কৌশল প্রণয়ন, পণ্যের বাজার দখল এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, ব্যক্তিগতভাবে বিক্রয় বৃদ্ধি এবং সুখি গ্রাহক তৈরিতে আপনাকে মনোযোগ নিবদ্ধ করতে হবে। বিক্রয় বৃদ্ধির জন্য যদি কোনো গুরুত্ব না দেন তাহলে এসব কোনো কৌশল বা পরিকল্পনাই ভালো কাজে আসবে না।

২. আপনার অধ্যায়টা শিখতে হবে

বিল গেটস বলেছেন, সফলতা উদযাপন করা ভালো, কিন্তু তার চেয়েও অধিক গুরুত্বপুর্ণ হলো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সাবধানী হওয়া। তিনি দ্রæতই শিখেছেন যে, উদযাপন আসলে এক ধরনের মজা বা ফান করা, কিন্তু কঠিন অধ্যয়গুলো অবশ্যই সর্তকতার সাথে পর্যালোচনা করা উচিত। অন্যথায় আপনার বুদ্ধিভ্রংশের ঝুঁকি বেড়ে যেতে পারে।

৩. সংক্ষিপ্ততা পরিহার

সফলতার সূত্র হলো দ্রæতই ঘুম থেকে উঠে পড়া, কঠোর পরিশ্রম করা, কাজের সন্ধানে বের হওয়া-এমনই উপদেশ দিয়েছেন প্রথাগত পদ্ধতিতে সফলতা অর্জনকারী বিশিষ্ট ব্যবসায়ী  জে পল জেট্টি। বর্তমান যুগে প্রায় সকলেই সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রæতই ধনী হতে চায় এবং স্বভাবে খিটখিটে হয়ে যায় যদি ৩০ বছর বয়সের পূর্বেই সে ধনী হতে না পারে, তবে ইহা ভালো কিছুর সংকেত দেয়।

৪. উৎকর্ষ ভুলে যাওয়া

ব্রাজিলের আইকি বাতিস্তা জানিয়েছেন, কখনোই ভাবা উচিত নয় যে আপনি অবিরত বা অব্যর্থ। ভাববেন না যে আপনার ব্যবসায়ের উৎকর্ষতা অর্জনই এক মাত্র পথ। উৎকষর্তার জন্য লক্ষ্য নির্ধারণ নয়, লক্ষ্য নির্ধারণ করতে হবে সফলতার জন্য।

৫. উপভোগ করা

জ্যাপ্পোস এর প্রতিষ্ঠাতা টনি শিয়াহ বলেছেন, মজা থাকতে হবে, তবে যদি আপনি শুধুমাত্র টাকা বানানোর চেয়েও আরো বেশি কিছু করতে পারেন তাহলে বেশি উপভোগ্য হবে। আপনি যা উপভোগ করছেন তা যখন বন্ধ করে দেবেন তখন কোনো পরিমাণ অর্থই এর মূল্যমানের সমান হবে না।

৬. প্রকৃত উদ্যোক্তা হতে হবে

জন ডি রকফেলার  বলেন, আপনি যদি সফল হতে চান, আপনাকে  পুরাতন পথে ভ্রমনের পরিবর্তে নতুন পথে যাত্রা শুরু করতে হবে। তবে অবশ্যই এই পথ আরো অধিক উত্তম হতে হবে। নিরাপদ পথে হাঁটার পরিবর্তে চেষ্টা করুন নতুন কিছু করার। তাহলে নিজেই নিজেকে বিস্ময় উপহার দিতে পারবেন।

৭. থেমে যাওয়া থেকে নিজেকে থামানো

মার্ক জাকারবার্গ একটা মহামূল্যবান কথা বলেছেন তাহলো সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো কাজে ঝুঁকি না নেয়া…বিশ্ব দ্রæতই পরিবর্তিত হচ্ছে, একমাত্র কৌশল হতে পারে যে  ব্যর্থতার সম্ভাবনা নিশ্চিত হলে ঝুঁকি না নেয়া। ঝুঁকি ব্যতিত পুরস্কার নেই। যখন তখন যদি ঝাঁপিয়ে পড়তে না পারেন তাহলে বিশিষ্ট হতে পারবেন না।

৮.  ফিরিয়ে দেয়া

চাক ফিনিস জানিয়েছেন, উদ্দ্যোক্তা ও ব্যবসায়ীদের জীবনে ব্যবসা ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে হবে এবং শেখা ও শেখানোর সুযোগ থাকতে হবে। কেননা ব্যবসা ও পরিবারের মধ্যে সমতা ছাড়া সবকিছুই বৃথা।

সূত্র : হাফিংটন পোস্টfavicon59

Sharing is caring!

Leave a Comment