হার্ড পেপারে বাক্স তৈরী ব্যবসা

হার্ড পেপারে বাক্স তৈরী ব্যবসা

  • উদ্যোক্তা ডেস্ক 

ছোট ছোট ফ্যাশন হাউস দাঁড় করিয়েও নিজস্ব ব্যবসায় উদ্যোগ শুরু করা যায়
অল্প পুঁজি,স্বল্প শ্রম—এই নিয়ে যে অর্থনৈতিক অভয়াশ্রম, তাই এসএমই। শিল্প খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। নিজ প্রচেষ্টাতেই স্বনির্ভর হওয়ার অন্যতম খাত এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প)।

প্রয়োজন নিজেকে বদলে দেওয়ার ইচ্ছা আর কাজ করার মানসিকতা। শিল্প খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাফল্য সে কথাই বলে। শুধু নিজেকে বদলানোই নয়, জাতীয় অর্থনীতির চাকা গতিশীল করতেও ভূমিকা রাখছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তরা। পরিসংখ্যান বলছে,রাষ্ট্রীয় আয়ের ৩৫ ভাগ আসছে এসএমই খাত থেকে। জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতির প্রেসিডেন্ট শরিফুল

ইসলাম মিয়া বললেন, হস্তশিল্প ও অন্যান্য কুটিরশিল্প খাতে এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবচেয়ে বড় অর্জন হলো, পুরুষের পাশাপাশি নারীরাও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। তাঁরা সফলও হচ্ছেন।’ আর এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির বললেনএসএ মই আমাদের জাতীয় অর্থনীতির প্রাণ।

স্বনির্ভরতা মিলবে যেসব খাতে: আমাদের দেশ কৃষিনির্ভর দেশ। তাই কৃষিজাত পণ্যে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে এসএমই। সোনালি আঁশের পাট,পাটজাত পণ্য ও চামড়া, চামড়াজাত পণ্য খাতেও রয়েছে এসএমইর উদ্যোগ। অন্যান্য উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে বৈদ্যুতিক, ইলেকট্রনিকস পণ্য, রূপচর্চা কেন্দ্র,কৃত্রিম গয়না ও ফ্যাশন। তা ছাড়া এসএমইর যেসব খাতে বিনিয়োগ করে স্বনির্ভরতার স্বপ্ন পূরণ হবে,সেগুলোর মধ্যে রয়েছে মৎস্য চাষ ও গবাদিপশু পালন, ক্ষুদ্র ও কুটিরশিল্প,পরিবহন,পোশাক, ওষুধ ও সিরামিক শিল্প। তবে এসএমইর সবচেয়ে গুরুত্বপূর্ণ চলমান উদ্যোগের মধ্যে রয়েছে বুটিকশিল্প,হালকা প্রকৌশল (লাইট ইঞ্জিনিয়ারিং), ইন্ডাস্ট্রিয়াল ম্যাপিং ও খাদ্য প্রক্রিয়াকরণ খাত বলছিলেন সৈয়দ রেজওয়ানুল কবির।

হালকা প্রকৌশল:

কোনো যন্ত্রের এমন একটি যন্ত্রাংশ দরকার হলো যেটি দেশে নেই। কাজের তাগিদে এ রকম পার্টস নকল করার প্রয়োজন পড়ে। একটি পার্টস থেকে হুবহু আরেকটি পার্টস বানানোর কাজটি দেশের অনেক মেধাবী তরুণেরাই পারেন। কিন্তু এ রকম একটি পার্টস থেকে হুবহু এক হাজার পার্টস তৈরি করা তাঁদের পক্ষে সম্ভব হয় না। কারণ কাজটি সময়সাপেক্ষ। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বললেন,কম্পিউটার এইডেড ডিজাইন (ক্যাড) ও কম্পিউটার এইডেড ম্যানেজমেন্টের (ক্যাম) মাধ্যমে কীভাবে এক পার্টস থেকে অবিকল অনেক পার্টস বানানো যায়,তারই প্রশিক্ষণ দেওয়া ইতিমধ্যে শুরু করেছি আমরা। আশা করি, প্রশিক্ষণার্থীরা তাঁদের ব্যক্তি উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নও সাধন করবেন।’এসএমইর লক্ষ্য এই খাতে প্রতি মাসে ৫০ জনকে দক্ষ করে তোলা, যাঁরা লেদার টেকনোলজিসহ লাইট ইঞ্জিনিয়ারিংয়ে বিপ্লব সাধন করবেন।

বুটিকশিল্পে স্বনির্ভরতার স্বপ্ন:

‘স্বনির্ভর হওয়ার সদিচ্ছা, আগ্রহ ও আত্মবিশ্বাস থাকলে বুটিকশিল্পে যে কেউ সফল হতে পারেন। ছাত্রজীবনে বিয়ে করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর করার সময় কোলে ছিল আমার দুই সন্তান। চাকরির জন্য অপেক্ষা না করে বুটিকশিল্পে বিনিয়োগ করে আমি স্বনির্ভর হয়েছি। এসএমইর প্রশিক্ষণ আমাকে সফল হতে সাহায্য করেছে। ’ বলছিলেন কলাবাগানের হুর ক্রাফটসের প্রোপাইটার শামছুন নাহার। বুটিকশিল্পে বিনিয়োগকারীদের এসএমই ফাউন্ডেশন দিচ্ছে কম্পিউটার, হিসাবরক্ষণন ও বিপণন প্রশিক্ষণ।favicon59-4

Sharing is caring!

Leave a Comment