ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • উদ্যোক্তা ডেস্ক

ই-কমার্স খাতে দক্ষ উদ্যোক্তা তৈরিতে শুরু হয়েছে ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ড. এম হাবিবুল্লাহ কনফারেন্স হলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য প্রতিষ্ঠানগুলো এতে অংশগ্রহণ করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের অধীনে ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিসেস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এম আলী আক্কাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলআইসিটি প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) মো. রেজাউল করিম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, এলআইসিটির আইটি বিশেষজ্ঞ মাহফুজুল ইসলাম শামীম, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক।

মো. রেজাউল করিম বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের প্রধান চারটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে ব্যবসা-বাণিজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এ বিচারে ই-কমার্স ডিজিটাল বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ।

এম আলী আক্কাস বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় ই-কমার্স এখন বাংলাদেশে জনপ্রিয়।

রাজিব আহমেদ বলেন, ই-ক্যাবের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। ২০১৪ সালে এই দিনে আমরা যাত্রা করেছিলাম। দুই বছর পরে ই-ক্যাব প্রথমবারের মতো এমন একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে যাচ্ছে।

মাহফুজুল ইসলাম শামীম বলেন, বাংলাদেশে আইসিটি খাতের প্রধান চালিকাশক্তি হচ্ছে আমাদের তরুণ সমাজ। ই-কমার্সও তরুণ-তরুণীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। favicon59-4

Sharing is caring!

Leave a Comment