নিবন্ধন চলছে জিপি অ্যাকসেলেরেটর প্রতিযোগিতার
- উদ্যোক্তা ডেস্ক
ফের শুরু হচ্ছে গ্রামীণফোন আয়োজিত নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রতিযোগিতা ‘জিপি অ্যাকসেলেরেটর’। প্রযুক্তিবিষয়ক স্থানীয় স্টার্টআপ গড়ে তোলার পাশাপাশি তাদের দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তার উদ্দেশ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করছে গ্রামীণফোন। এ কর্মসূচিতে কার্যক্রম সহযোগী হিসেবে আছে এসডি এশিয়া। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব প্রযুক্তি বিষয়ক স্টার্টআপের নূ্যনতম টেকসই পণ্য বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট রয়েছে শুধু তাদেরই আবেদনপত্র গ্রহণ করা হবে। অগ্রহী স্টার্টআপগুলোর অবশ্যই অন্তত দু’জন সহ-প্রতিষ্ঠাতা থাকতে হবে যারা জিপি অ্যাকসেলেরেটর থেকে সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে এ কর্মসূচির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এরই মধ্যে আগের প্রতিযোগিতা থেকে নির্বাচিত স্টার্টআপগুলো বর্তমান সময়ের বড় কিছু সমস্যার সমাধান করছে। এসব স্টার্টআপের মধ্যে রয়েছে সিএমইডি, যারা ডায়াবেটিস ও রক্তচাপের মতো প্রতিরোধযোগ্য নীরব ঘাতকের প্রতিরোধ নিয়ে কাজ করছে। কিছু স্টার্টআপ কাজ করছে নতুন সুযোগ ও সম্ভাবনা নিয়ে। ইতিমধ্যে জিপি অ্যাকসেলেরেটরের প্রথম দুটি ব্যাচে নয়টি স্টার্টআপকে সহযোগিতা দেওয়া হয়েছে।
জিপি অ্যাকসেলেরেটরে সহযোগিতা পাচ্ছে ক্রামস্ট্যাক। ক্রামটেকের প্রতিষ্ঠাতা মীর সাকিব জিপি অ্যাকসেলেরটরের সুযোগ ব্যাখ্যা করে বলেন, একটি স্টার্টআপ কীভাবে কাজ করে এটা তরুণ উদ্যোক্তাদের বুঝতে সহায়তা করে জিপি অ্যাকসেলেরেটর। এ আয়োজনের মধ্যেমে স্টার্টআপগুলোকে চার মাস প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যবসা শুরুর জন্য ১১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ও স্টার্টআপগুলোকে জিপি হাউসে কাজ করার সুযোগ দেওয়া হয়। স্টার্টআপগুলোর বাজারে আসার পথকে সুগম ও গতিশীল করতে বিনিয়োগকারী, খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও পেশাদার স্টার্টআপগুলোকে বাণিজ্যিক করার ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট সময়কালীন ও দলভিত্তিক এ কর্মসূচি উদ্যোক্তাদের বিনিয়োগযোগ্য ও সামর্থ্যশীল ব্যবসায়িক মডেল নির্মাণে এবং নিজেদের সম্প্রসারণের সুযোগ করে দেয়। এ কর্মসূচি নিয়ে গ্রামীণফোন অ্যাকসেলেরেটরের প্রধান মিনহাজ আনোয়ার বলেন, ‘শুধু ব্যবসার শুরুতে আর্থিক সহায়তাদানের জন্যই জিপি অ্যাকসেলেরেটর ভূমিকা রাখছে না। বাজারে প্রবেশ ও সম্প্রসারণের সুযোগ, যোগাযোগ এবং অন্যান্য সুবিধাসহ জিপি অ্যাকসেলেরেটর স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়।
জিপি অ্যাকসেলেটরের কর্মসূচিতে অংশ নিতে নিবন্ধন করা যাবে www.grameen phoneaccelerator.com/apply ঠিকানায়।