সফল ব্যবসায় নিয়ে কর্মশালা

সফল ব্যবসায় নিয়ে কর্মশালা

  • উদ্যোক্তা ডেস্ক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে ব্যবসা বাড়ানোর জন্য গতকাল শনিবার রাজধানীতে নিজেদের কার্যালয়ে এক প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রশিক্ষণের উদ্বোধন করেন বিসিএসের সভাপতি আলী আশফাক। এ সময় তিনি বলেন, প্রতিটি ব্যবসার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। ব্যবসায় সফলতার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা জরুরি। উদ্বোধনী পর্বে বিসিএসের মহাসচিব সুব্রত সরকার উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি কনসাল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ওয়ালিউর রহমান। এতে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে ব্যবসায় সফলতার জন্য নানা রকম আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার এবং বিসিএসের নেতারা উপস্থিত ছিলেন।

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ও বিসিএস শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment