উদ্যোক্তা খুঁজতে জাতীয় ডেমো ডে শুরু

উদ্যোক্তা খুঁজতে জাতীয় ডেমো ডে শুরু

  • উদ্যোক্তা ডেস্ক

সারাদেশ থেকে আসা ১০০ উদ্যোক্তাকে নিয়ে রাজধানীর জিপি হাউসে আজ থেকে শুরু হলো ডেমো ডে। তিন দিনের এই আয়োজনে নানা ধরনের উদ্যোক্তা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া থাকছে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে প্রকল্প উপস্থাপনেরও সুযোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ভারত, চীন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া থেকে বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন। ২৪ মে বিনিয়োগকারীরা নির্বাচিত উদ্যোক্তাদের সঙ্গে পারস্পরিক বৈঠকে বসবেন। চূড়ান্ত আয়োজনে ১০ জন উদ্যোক্তা স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭-তে ভূষিত হবেন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প, থাইল্যান্ডভিত্তিক প্রযুক্তি সম্মেলন টেকসাউস গ্গ্নোবাল সামিট এবং সিলিকনভিত্তিক পরিবহন সমাধান উবার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বেটার স্টোরিজ। এ ছাড়াও মোবাইল ফোন সেবা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ‘জিপি অ্যাকসেলেরেটর’ ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের সংগঠন ‘ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এই আয়োজনের সঙ্গে সংযুক্ত হয়েছে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment