হাইটেক পার্কে জায়গা পাবে ২০ স্টার্টআপ

হাইটেক পার্কে জায়গা পাবে ২০ স্টার্টআপ

  • উদ্যোক্তা ডেস্ক

স্টার্টআপ চ্যালেঞ্জ বিজয়ী ২০টি স্টার্টআপকে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি ও যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বিনা মূল্যে জায়গা দেবে সরকার। পাশাপাশি আইডিয়া প্রকল্পের পরবর্তী ধাপেও অংশ নিতে পারবে।

গতকাল আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘ন্যাশনাল এক্সিবিশন ফর স্টার্টআপ বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ বলেন, তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় স্টার্টআপগুলোকে আর্থিক সহায়তা ছাড়াও কাজের জায়গা, মেন্টরিং ও স্টার্টআপ প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।favicon59-4

Sharing is caring!

Leave a Comment