যে ৫ গুণ উদ্যোক্তাদের সফল করে
- উদ্যোক্তা ডেস্ক
উদ্যোক্তা হওয়া আর মা হওয়া প্রায় সমার্থক ব্যাপার। সন্তানকে বড় করতে গিয়ে একজন মাকে যেমন নানা রকম জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, একজন উদ্যোক্তাকেও তেমনি বিভিন্ন সংকটময় পরিস্থিতি মোকাবেলা করতে হয়। যেকোনা সফল উদ্যোক্তাকে জিজ্ঞেস করুন তারা সফল হওয়ার পথে তিনি কী কী দক্ষতা অর্জন করেছেন, তিনি অন্তত নিম্নের ৫টি গুণের কথা বলবেন।
১. জানার প্রতি স্বতস্ফূর্ত আগ্রহ
জ্ঞানার্জন একটি চলমান প্রক্রিয়া এবং অতিঅবশ্যই জীবনব্যাপী প্রক্রিয়া। বেশিরভাগ মানুষ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞানার্জনের পথকে রুদ্ধ করে দেন। এ ধরনের প্রচ্ছন্ন ভুল একজন মানুষের বেড়ে ওঠার পথে বিরাট ক্ষতিকর। জানার প্রতি যাদের স্বতস্ফূর্ত আগ্রহ রয়েছে তারা নিজেদের জানার শূন্যতা সহজেই বুঝতে পারেন। আর এটি বুঝতে পারার পর তারা সেই শূন্যস্থান পূরণের জন্য প্রতিনিয়ত জ্ঞানচর্চা করতে থাকেন এবং নিজেদের দক্ষতা উন্নয়ন করতে থাকেন। এভাবেই একজন উদ্যোক্তা সফল্যের দেখা পান।
২. ব্যর্থতাকে মোকাবেলা করুন
আপনি যদি কোনোকিছু করার চেষ্টা না করেন, আপনি ব্যর্থ হবেন না। আপনি ব্যর্থ হচ্ছেন, তার মানে আপনি কিছু করার চেষ্টা করছেন। উদ্যোক্তা হয়ে ওঠা একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এবং আনন্দিত হওয়ার মতো একটা ব্যাপার। ব্যবসায় সফল হওয়ার সরল সোজা কোনো পথ নেই। তাই জীবনের উত্থান পতনকে মোকাবেলা করা শিখতে হয়। মনে রাখবেন, কেউ একজন সফল হওয়ার আগে অসংখ্যবার ব্যর্থ হন। তবে ব্যর্থতাই শেষ করা নয়—এটা সফল হওয়ার পূর্বশর্ত।
৩. অর্থ ব্যবস্থাপনা শিখুন
ব্যবসায় সাফল্য অর্জনের পূর্ব শর্ত হচ্ছে, অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক জ্ঞান রাখা। অর্থ কোথা থেকে আসছে এবং কোথায় ব্যয় হচ্ছে এসব ব্যাপারে যদি দায়িত্বশীল না হন তবে ব্যর্থতা অবশ্যম্ভাবী। আপনি অর্থ ব্যবস্থাপনা ঠিকমতো না শিখলে ব্যবসা পরিচালনা করতে পারবেন না—সহজ সূত্র। মনে রাখতে হবে, দিনশেষে আপনার ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জন করতে চাইলে অর্থ ব্যবস্থাপনা শিখতে হবে।
৪. সৃজনশীলতা জরুরি
সৃজনশীলতা কী শুধু চিত্রশিল্পীর ক্যানভাসেই সীমাবদ্ধ? নিশ্চয় নয়। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, তবে আপনাকে সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার জানতে হবে। কারণ আপনাকে প্রতিনিয়ত এমন কিছু সমস্যার মুখোমুখি হতে হবে যার সমাধান আপনি বইপুস্তকে পাবেন না। এসব সমস্যার সমাধান আপনাকে সৃজনশীলতা দিয়েই করতে হবে। এছাড়াও ব্যবসায়িক উন্নতির জন্য আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া উদ্ভাবন করতে হবে। আপনার ভেতর যদি সৃজনশীলতা না থাকে, আপনি কীভাবে আইডিয়া উদ্ভাবন করবেন? তাই উদ্যোক্তাদের জন্য সৃজনশীলতা জরুরি।
৫. যোগাযোগ দক্ষতা বাড়ান
আপনি যদি মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগই না করতে পারেন তাহলে ব্যবসাকে বিস্তৃত করবেন কীভাবে? বাবা মা, ভাইবোন, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি—সবার সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আপনার যোগাযোগ দক্ষতা তৈরি করুন। তখন গ্রাহক ও ভোক্তাদের সঙ্গে যোগাযোগ করা আপনার জন্য সহজ হবে। আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য নেটওয়ার্ক বাড়ানো খুবই জরুরি। আর নেটওয়ার্ক বাড়ানো যায় যোগাযোগের মাধ্যমে।
সূত্র : এন্ট্রাপ্রেনার ডটকম
ইংরেজি থেকে অনুবাদ : মারুফ ইসলাম