হরেক রকম ফিচার

হরেক রকম ফিচার

  • ফাহিম আহমেদ

রবীন্দ্রনাথ ঠাকুর কী জন্মের পরেই জানতেন তিনি হতে যাচ্ছেন বিংশ শতাব্দীর নোবেল বিজয়ী লেখকদের একজন? সাকিব আল হাসান কিংবা শাহরুখ খান তারা কেউই জন্মের সময় থেকে জানতেন না তারা তাদের নিজের কর্মগুণে তারকা বনে যাবেন। 

সুতরাং প্রশ্ন থেকেই যায়, সাকিব জানতেন না তাহলে কীভাবে দেশসেরা ক্রিকেটার হলেন? কিংবা শাহরুখ খানের বলিউড বাদশাহ হওয়ার রহস্যটাই আসলে কী? রবীন্দ্রনাথই বা কী করে বিশ্বকবি হলেন?

এই প্রশ্নগুলোর একটাই উত্তর। আর তা হলো, তারা প্রত্যেকে নিজেদের কাজ শ্রেষ্ঠ উপায়ে সম্পাদন করার চেষ্টা করেছেন। করতে হয়েছে কঠোর অধ্যবসায়। সাকিব, শাহরুখ খান কিংবা রবীন্দ্রনাথের কর্মের বর্ণনা করা এই ফিচারের উদ্দেশ্য নয় বরং ভালো ফিচার লেখক হয়ে উঠতে গেলে গভীর অধ্যবসায় ও চর্চার গুরুত্ব অনুধাবন করতেই উদাহরণগুলো দেওয়া। 

একবার রংপুর সার্কিট হাউজে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সব্যসাচী কবি প্রয়াত সৈয়দ শামসুল হককে প্রশ্ন করেছিলেন, ভালো লেখক হয়ে ওঠার জন্য কী করদার? জবাবে কবি বলেছিলেন, পড়ো, পড়ো এবং পড়ো। তখনকার ১৭-১৮ বছর বয়সী আনিসুল হক প্রতিত্তোরে বলেলেন, পড়ার বাইরে কোনো উপদেশ থাকলে দিন। কবি উত্তর দিয়েছেলেন, এর বাইরে আমার ৩টি উপদেশ, পড়ো পড়ো এবং পড়ো। 

ফিচার লেখায় পড়াশুনার গুরুত্ব তো আমরা ক্ষাণিকটা অনুধাবন করতে পারলাম। কিন্তু একটি ফিচার লিখতে গেলে পড়ার বাইরেও কিছু টেকনিক্যাল টার্ম থাকে, ফরম্যাট থাকে। যদিও এই ফরম্যাট, টার্মগুলো পড়ে পড়ে জানতে হয়।

এই লেখাটা এতটুকু পর্যন্ত যদি একজন পাঠক পড়ে থাকেন তাহলে বুঝতে হবে আমি এতক্ষণ ধরে পাঠককে আকৃষ্ট করে রাখতে পেরেছি। পড়ার শুরুতেই পাঠকের মন কেড়ে নেয়া ফিচার লেখকের প্রধান দায়িত্ব। ভুলভাল, মিথ্যে তথ্য নয় বরং খাঁটি সত্য কথা বলে একটি ঘটনার বাস্তবসম্মত চিত্রায়ন ফিচার লেখার উদ্দেশ্য। 

সংবাদপত্রে আমরা দেখতে পাই দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা গুলোর বিষদ বর্ণনা, তদন্ত, অনুসন্ধান। বিভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন দিক থেকে একটি ঘটনাকে বর্ণনা করে পাঠককে তথ্য দেয়াই সংবাদপত্রের কাজ। এসব হাজারো সংবাদে কিছু থাকে ট্রেন্ডিং কন্টেন্টের মত যখন মার্কেটে আসে তখন খুব চলে আবার নতুন ট্রেন্ডের নিচে চাপা পড়ে যায়। আর কিছু কন্টেন্ট থাকে এভারগ্রীন যেগুলো যুগের পর যুগ মানুষকে জ্ঞানের খোরাক দিয়ে যাচ্ছে।

আমাদের দেশের সংবাদমাধ্যমের উল্টোপিরামিড পদ্ধতিতে তৈরি হার্ড নিউজগুলো অনেকটা নতুন ট্রেন্ডে চাপা পড়া কন্টেন্টের মতো যার আবেদন নির্দিষ্ট সময় পর ফুরিয়ে যায়। আর ফিচারগুলো হতে হয় চিরযৌবনা যার আবেদন কোনোদিন ফুরোবার নয়।

ফিচার মূলত একটা পোর্ট্রেট ধর্মী লেখনী। চিত্রকররা যেমন পোর্ট্রেট করেন তেমনি কোনো একটা ঘটনার স্পষ্ট বর্ণনা দিয়ে ছোট গল্পের মতো করে লেখনীকে ফুটিয়ে তুলতে পারা ফিচার লেখার স্বার্থকতা। ফিচার শুধু চিরসবুজ লেখনী তা নয় বরং এটি খুবই বহুমুখী লেখনী। হাজার হাজার রূপে ফিচার লেখা যেতে পারে কিন্তু মনে আছে উপরে টার্ম ফরম্যাটের কথা বলেছিলাম। প্রচলিত কিছু পদ্ধতি বা জনরা যা কিনা আমাদের দেশের বিভিন্ন সাময়িকী, পত্র-পত্রিকায় বহুবছর ধরে চর্চা হচ্ছে সেগুলো নিচে আংশিক বর্ণনা করে পাঠককে ফিচার বুঝতে সহায়তা করাই এই লেখার উদ্দেশ্য।  

মানবিক আবেদনধর্মী ফিচার

রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ কষ্ট, এত এত মানুষের মৃত্যু এগুলো ইতিহাস হয়ে থাকবে। রোহিঙ্গাদের জীবন সংগ্রামের কোনো একটি প্রেক্ষাপট ফুটিয়ে তুলে তাদের মুক্তির বাসনা নিয়ে হতে পারে মানবিক সাড়া জাগানো ফিচার।

চরিত্র চিত্রণ

আর্জেন্টিনা দল যখন ঢাকায় এলো তখন আর্জেন্টিনাকে নিয়ে মাতামাতি নেহাত কম হয়নি তবে মেসি ছিল সকলের মধ্যমণি। মেসির জাদুকরী ফুটবল, তার পরিবার, আয় রোজগারসহ নানাবিধ বিষয় নিয়ে চরিত্রচিত্রণমূলক ফিচার লেখা হলে তা মানুষের মাঝে পর্যাপ্ত সাড়া ফেলতে সক্ষম হবে।

ঐতিহাসিক ঘটনা নিয়ে

১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। একজন শেখ রাসেল যিনি কিনা মাত্র ৪ বছর বেঁচে ছিলেন তার জন্মদিন নিয়ে ফিচার লেখার কী প্রয়োজন? তিনি এমন কী করেছেন? তিনি কিছু না করে থাকলেও তিনি ৭৫ এর ১৫ আগস্টের গণহত্যার শিকার যা কিনা ঐতিহাসিক ঘটনার আওতায় পড়ে। 

ঘটনার পেছনের ঘটনা    

নারায়ণগঞ্জে ৭ খুন হওয়ার পর কারা খুন হলেন, তাদের লাশ কোথায় পাওয়া গেল এতটুকুতেই যদি থমকে যেত তাহলে কিন্তু ঘটনার নিষ্পত্তি হতো না। বরং কেন খুন করা হলো? কারা ইন্ধনদাতা? কোন ঘটনার প্রেক্ষিতে হত্যাকাণ্ড ঘটলো এসব ঘটনার পেছনের ঘটনা অনুসন্ধান করে বের করা নিয়েও ফিচার লেখা হয়েছে।

তাৎক্ষণিক

উসাইন বোল্ট ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটারে বিশ্বরেকর্ড করেছেন। এই ঘটনাটি প্রথম পাতার লিড নিউজ হওয়ার মতো হলেও এ নিয়ে তাৎক্ষণিক ফিচার লেখা যেতে পারে। বোল্টের এই অভাবনীয় সাফল্যের রহস্য উদঘাটন করা ফিচার লেখার একটি উদাহরণ।

উৎসব

শারদীয় দুর্গাপূজা এলে এর ইতিহাস, সংস্কৃতি নিয়ে ফিচার লেখা যায়। তেমনিভাবে ঈদ, পহেলা বৈশাখ ইত্যাদি নিয়েও ফিচার লেখা হয়।

নির্দেশনামূলক

এই ফিচারটি (হরেক রকম ফিচার) মূলত একটি ফিচারের গাইডালইন বলা যায়। যা ফিচার লেখার বিভিন্ন দিককে নির্দেশ করে।

আরও হাজার হাজার ধরনের ফিচার আছে যা গবেষণা করে লিখে পাঠককে উপহার দেওয়াই ফিচার লেখকের দায়িত্ব।

Sharing is caring!

Leave a Comment