কানাডায় শিক্ষাবৃত্তি

কানাডায় শিক্ষাবৃত্তি

  • ক্যাম্পাস ডেস্ক

কানাডার অন্যতম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি হলো The University of Saskatchewan (UofS)। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণার অনেক সুযোগ পান এখানে। এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে আইএসটিইমবিডি লিমিটেড সম্প্র্রতি শিক্ষার্থী প্রেরণের চুক্তি করেছে। বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ডেন্টিস্ট্রি, মার্কেটিংসহ প্রায় পাঁচশ বিভিন্ন কোর্সে শিক্ষার্থীরা বৃত্তির মাধ্যমে যাওয়ার সুযোগ পাবেন এই বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়াও উচ্চমাধ্যমিকে কমপক্ষে জিপিএ ৩.৫০ পাওয়া শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। এজন্য IELTS, TOFEL বা PTE প্রয়োজন হবে না। তবে IELTS-এ 6.0 স্কোরধারীরা কোনো ধরনের ভাষা শিক্ষা কোর্স ছাড়াই সরাসরি ভর্তি হতে পারবেন। আইইএসটিএম-এর মাধ্যমে চলতি বছরের ১ ডিসেম্বরের মধ্যে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন, তাদেরকে ৫০০ ডলার থেকে শুরু করে ৪০ হাজার ডলার পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। আর এরপর ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারির আগে আবেদন করলেও ৫০০ থেকে ৩ হাজার ডলার পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। আরও জানতে যোগাযোগ করতে পারেন ০১৭৭৮০৫৬৫৭২ নম্বরে।

The University of Saskatchewan-এ পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী চাইলেই বাইরে কাজ করে প্রতিবছর ১৮ হাজার ডলার উপার্জন করতে পারবে। টার্ম চলাকালীনও ২০ ঘণ্টা কাজের সুযোগ থাকবে। বছরে প্রায় ২২ সপ্তাহ ছুটি থাকে, সেসময়টায় একজন শিক্ষার্থী চাইলে পুরো সময় যেকোনো জায়গায় কাজের সুযোগ পাবে। পড়াশোনা শেষে কানাডার আইন অনুযায়ী স্থায়ী বাসিন্দা বা নাগরিক হওয়ার জন্যও আবেদন করা যাবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment