দক্ষিণ কোরিয়ায় পড়ার পাশাপাশি কাজের সুযোগ

দক্ষিণ কোরিয়ায় পড়ার পাশাপাশি কাজের সুযোগ

  • ক্যাম্পাস ডেস্ক

প্রাচীনকাল থেকেই দক্ষিণ কোরিয়া একটি সমৃদ্ধশালী রাষ্ট্র। এ দেশটির অর্থনৈতিক উন্নয়নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আছে সে দেশের শিল্প-সংস্কৃতি এবং শিক্ষাদীক্ষার। কোরিয়ার অধিকাংশ মানুষই শিক্ষিত। আর তা সম্ভব হয়েছে দেশটির সর্বত্র অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে দেশি-বিদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন। প্রতিবছর এ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি করে নেওয়া হয়। উন্নত দেশ দক্ষিণ কোরিয়ায় ব্যাচেলর ও মাস্টার্স করে সেখানে কাজ করে থাকা যায়। পড়াশোনার পাশাপাশি শিল্পকারখানা, ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে উচ্চ বেতনে পার্টটাইম চাকরি করা যায়। গবেষণা, শিল্প, প্রযুক্তি, বিজ্ঞানের প্রচুর কর্মক্ষেত্র দক্ষিণ কোরিয়া। ভাষা শিখতে হবে প্রথমে, এরপর ইংরেজি মাধ্যমে হ্যানসো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে।

দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার জন্য প্রথম বছর খরচ পড়বে ৪ লাখ ৮০ হাজার টাকার মতো। থাকা-খাওয়া বাবদ ২০০ ডলার (প্রায়)। স্কলারশিপ পাওয়া যায় ৭০ শতাংশ পর্যন্ত। এ ক্ষেত্রে ভাষা কোর্স ভালো করতে হবে। ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চ টিউশন ফি দিতে হিমশিম খেয়ে যান। তা ছাড়া পড়াশোনা শেষে টিকে থাকা মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় চাকরি, ব্যবসা ইত্যাদি করে উন্নত জীবনযাপনসহ সফল ক্যারিয়ার গড়া যায়। অ্যারোনটিক্যাল, এভিয়েশন, আর্ট অ্যান্ড মিডিয়াসহ অসংখ্য বিষয়ে হ্যানসো বিশ্ববিদ্যালয় একটি নামকরা প্রতিষ্ঠান। ৩০ হাজার শিক্ষার্থী, নিজস্ব এয়ার ফিল্ড, রানওয়ে, নিজস্ব হ্যাংগার, এটিসি টাওয়ারসহ অসংখ্য সুযোগ-সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার অন্যতম। মার্চ বা সেপ্টেম্বর সেশনে যেতে চাইলে আগ্রহীরা যোগাযোগ করতে বা ইমেইল করতে (info@uca.edu.bd) পারেন। ইউসিএএসএম, বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।
ফোন : ০১৭৪৯ ৩০৬০৯০।

সূত্র: সমকাল

Sharing is caring!

Leave a Comment