নওগাঁয় দেশের বৃহত্তম চুনাপাথর খনির সন্ধান

নওগাঁয় দেশের বৃহত্তম চুনাপাথর খনির সন্ধান

  • নিউজ ডেস্ক 

নওগাঁ জেলার বদলগাছীতে দেশের বৃহত্তম চুনাপাথরের খনি  আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ বিভাগের বিজ্ঞানীরা এই খনি আবিষ্কার করেছেন। ২ হাজার ২১৪ ফুট মাটির গভীর পর্যন্ত এই চুনাপাথর খনি বিস্তৃত।

তিনি আরো বলেন, বদলগাছীতে ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মাটির তলদেশে এই বিশাল খনিজ সম্পদের সন্ধান মিলেছে। এই খনিজ সম্পদটি আর আমদানি করতে হবে না বাংলাদেশকে। সিমেন্টের কাঁচামাল হিসেবে চুনাপাথরের ব্যাপক ব্যবহার রয়েছে। ওই স্তর থেকে শুরু হয়ে আরো গভীরে বিস্তৃত রয়েছে খনিটি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৬১ ফুট পর্যন্ত খনন করে চুনাপাথর মিলছে। ড্রিলিং অব্যাহত রয়েছে আশা করা যাচ্ছে আরো অনেক পুরু হবে খনিটি।  তিনি বলেন, ১৯৬৩ সালেও পাশের জয়পুরহাটে চুনাপাথরের এমন  একটি খনি আবিষ্কৃত হয়েছিল। তবে সে খনি থেকে  বাণিজ্যিকভাবে চুনাপাথর উত্তোলন সম্ভব হয়নি। favicon59

Sharing is caring!

Leave a Comment