ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা আরও সহজ করা হবে

ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা আরও সহজ করা হবে

  • নিউজ ডেস্ক

ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা আরও সহজ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগের ভারতীয় সহকারী হাইকমিশনার মি.অভিজিৎ চট্টোপধ্যায়। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের মোহদীপুরে পাসপোর্টধারীদের হয়রানি প্রসঙ্গে মি. অভিজিৎ চট্টোপধ্যায় বলেন, সকল কর্মচারীই সমান না তবে পাসপোর্টধারী যাত্রীদের যেন হয়রানি করা না হয় এজন্য ইমিগ্রেশন ও কাস্টমসকে বন্ধসুলভ আচরণ করতে পরামর্শ দেয়া হবে।

চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, বাস মালিক সমিতির সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান ফিরোজ, আমদানিকারক মোঃ আকবর আলী, রফতানিকারক মোঃ আলমগীর হোসেন, আব্দুল হান্নানসহ অন্যরা।

সামিটের আর্থিক প্রতিবেদন প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ১৫ পয়সা বা ৩০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানুয়ারি ’১৬-জুন ’১৬ পর্যন্ত সময়ে কোম্পানির এই ইপিএস হয়েছে।

বাজাজের এলপিজি ও ডিজেলচালিত যান আনল রানার

দেশে বিকল্প জ্বালানি তথা এলপিজি এবং ডিজেলচালিত যান আনছে রানার অটোমোবাইল। বাংলাদেশে পরিবহনের চাহিদা পূরণে ভারতের বাজাজের নতুন বাহন ‘কিউট’ আনতে সম্প্রতি বাজাজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে রানার অটোমোবাইল। খুব শীঘ্রই এ জ্বালানি সাশ্রয়ী যানবাহন বাজারে আসবে।

আইফোন সেভেন এবং সেভেন প্লাস নিয়ে আসছে রবি

মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গ্রাহকদের জন্য এ্যাপলের সর্বাধুনিক এবং সর্বশেষ সিরিজের হ্যান্ডসেট আইফোন সেভেন এবং সেভেন প্লাস নিয়ে আসছে।

সর্বাধুনিক ফিচার ও ক্যামেরাসংবলিত হ্যান্ডসেট দুটির ব্যাটারির স্থায়িত্বও আগের যে কোনো এ্যাপল হ্যান্ডসেটের চেয়ে বেশি। পানি ও ধুলাবালি প্রতিরোধক এ্যাপলের সর্বশেষ সংস্করণের আইফোন দুটি আগামী ২০ অক্টোবর-২০১৬ থেকে রবির নির্ধারিত গ্রাহকসেবা কেন্দ্রে পাওয়া যাবে।

Sharing is caring!

Leave a Comment