ডিজিটাল শিক্ষা খাতে সহযোগী হতে চায় চীন

ডিজিটাল শিক্ষা খাতে সহযোগী হতে চায় চীন

  • নিউজ ডেস্ক

দেশীয় শিক্ষা পদ্ধতি দিন দিন ডিজিটাল হচ্ছে। আর এই ডিজিটাল শিক্ষা খাতে সহযোগী হতে আগ্রহ প্রকাশ করেছে চীন। গত শনিবার বেসিস কার্যালয়ে প্রতিষ্ঠানটির সভাপতি মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করে চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের একটি প্রতিনিধি দল। এ সময় তারা বাংলাদেশের শিক্ষার ডিজিটাল রূপান্তরের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ পোষণ করে।

চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের এই প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জেমস শু এবং লরা ট্যাঙ্গ। তারা প্রতিষ্ঠানটি কীভাবে বই, পত্রিকা থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট তৈরিতে ভূমিকা রাখছে এসব তথ্য তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষাকে ডিজিটাল করার জন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা।

বেসিস সভাপতি জানান, দেশের চার কোটি শিক্ষার্থীর পক্ষ থেকে চীনের এই আগ্রহকে বেসিস স্বাগত জানায়। বিশেষত ডিজিটাল ডিভাইস ও ডিজিটাল উপাত্ত উন্নয়নে চীন সহায়তা করলে বেসিস সদস্যরা এ ক্ষেত্রে সব প্রকারের সহায়তা করবে বলেও উল্লেখ করেন।favicon59-4

Sharing is caring!

Leave a Comment