তৃতীয়বারের মতো গ্লোবাল মানি উইকের বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশ

তৃতীয়বারের মতো গ্লোবাল মানি উইকের বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

গ্লোবাল মানি উইক-২০১৮ এর ‘আর্থিক সক্ষমতা প্রজন্ম’ প্রচারণা সফলভাবে সম্পন্ন করায় তৃতীয়বারের মতো বিশেষ সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের ১৬০টি দেশের সঙ্গে প্রতিযোগীতা করে বাংলাদেশ উপর্যপুরি তৃতীয়বারের মত এ স্বীকৃতি পেয়েছে। এছাড়া  ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ শীর্ষক উদ্যোগ গ্রহণ করার জন্য গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (৩ জুলাই) আর্জেন্টিনা প্রেসিডেন্সি, জিপিএফআই ফোরাম, জি-২০ এবং চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনালের আয়োজনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে এ স্বীকৃতির ঘোষনা দেয়া হয়। আর্জেন্টিনার ট্রেজারি মন্ত্রণালয়ের আমন্ত্রণে ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান এ অনুষ্ঠানে যোগ দেন এবং ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ এর পরিচালক ব্রাম ভ্যান মেজি’র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এসময় ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ এর সহ-পরিচালক মিস লুবানা সাবানও উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বিশ্বের ১৬০টি দেশের ব্যবসায়ীক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

বাংলাদেশ তৃতীয়বারের মতো এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করলো। এর আগে গত বছর লন্ডনের হাউজ অব লর্ডসে এবং তার আগের বছর জার্মানির মেইসতারসালে বাংলাদেশ এ স্বীকৃতি অর্জন করেছিল। বাংলাদেশে গ্লোবাল মানি উইকের ‘আর্থিক সক্ষমতা প্রজন্ম’ প্রচারণাটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট পরিচালনা করে থাকে। প্রচারণাটির সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টার, রেডিও ফূর্তি, নাগরিক টিভি ও বোল্ড বাংলাদেশ। এতে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

Sharing is caring!

Leave a Comment