যুক্তরাষ্ট্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি কমিউনিটি সেন্টারে জনসচেতনামূলক অনুষ্ঠানের সময় গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী। পরে ভারী অস্ত্রসজ্জিত ওই দুই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। সংবাদ: বিবিসি।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারীদের কাছে অত্যাধুনিক রাইফেল ও হাতবন্দুক ছিল এবং তাদের একজন পুরুষ ও অন্যজন নারী। বিবিসির খবরে আরো বলা হয়, বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এই হামলায় আরো অন্তত ১৭ জন আহত হয়েছেন। এফবিআই পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এটা জঙ্গি হামলার কোনো ঘটনা ছিল কি না- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এফবিআইয়ের সহকারী পরিচালক ডেভিড বোডিচ বলেন, ‘হামলার উদ্দেশ্য এখনো আমাদের কাছে স্পষ্ট নয়।’ favicon

Sharing is caring!

Leave a Comment