শিংওলা সিংহ !

শিংওলা সিংহ !

আন্তর্জাতিক ডেস্ক : সিংহের মাথায় শিং থাকে না, থাকে কেশর। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমন এক সিংহের দেখা মিলেছে যার মাথায় রয়েছে শিং!এই ঘটনা বিজ্ঞানীদেরও চিন্তায় ফেলে দিয়েছে। কী করে এমনটা সম্ভব?

ওই শিংওলা সিংহটি যুক্তরাষ্ট্রের ইদাহোর ওয়েস্টন এলাকার পাহাড় থেকে নেমে এসেছিল লোকালয়ে। প্রথমে একটি কুকুরকে আক্রমণ করে সে। এক ব্যক্তি সিংহটিকে দেখতে পেয়ে গুলি করে মারেন। পরে বন দপ্তরের কর্মকর্তারা এসে সিংহটিকে নিয়ে যান।

এখানেই শেষ নয়। সিংহটির ময়নাতদন্ত করার সময় জীববিজ্ঞানীদের চোখ কপালে ওঠে। পশুটির মাথায় দাঁত এল কী করে? প্রথমে তাঁরা ভেবেছিলেন গুলি করার কারণে এ রকম হয়েছে। কিন্তু ভাল করে পরীক্ষা করে দেখেন সিংহটির মাথায় সত্যিই দু’টি দাঁত ছিল।

বিজ্ঞানীরা বলছেন, মানুষের মতো পশুদের দেহেও বিকৃতি লক্ষ্য করা যায়। কিন্তু এ ধরনের বিকৃতি বিরলতম। তাঁদের ধারণা, দু’টি শাবকের শরীর একসঙ্গে জোড়া ছিল। গর্ভেই একটির মৃত্যুর ফলে মৃত ওই শাবকের দেহাংশ এর শরীরে রয়ে গিয়েছে। আবার, এটা এক ধরনের টিউমারও হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।favicon5

Sharing is caring!

Leave a Comment