‘ক্যালকুলেটর গার্ল’: দিলপ্রীত

‘ক্যালকুলেটর গার্ল’: দিলপ্রীত

মাত্র ৯৬ সেকেন্ড একশটি এবং ১৭ মিনিটে ১০০০টি অঙ্ক কষে দেওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব! কী? অবাক হচ্ছেন নাকি ভাবছেন আমি ঠাট্টা করছি? একদম না! আরও অবকা করা ব্যাপার মাত্র ১৪ বছর বয়সী মেয়ে এই কাজ করতে পারে! এমনই অবাক করা তথ্য জানা গেছে হাফিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে।

দিলপ্রীত কাউর নামের এই আশ্চর্য মেয়েটি ভারতের উত্তর প্রদেশে বাস করে। সবাই তাকে ‘ক্যালকুলেটর গার্ল’ নামেই চেনে। প্রতিদিন গড়ে পাঁচ হাজার অঙ্ক সমাধান করে মেয়েটি। অঙ্কের নেশায় পাগল মাত্র ১৪ বছর বয়সী এই মেয়েটি খুব শীঘ্রই পেতে যাচ্ছে আর্ন্তজাতিক স্বীকৃতি। ‘লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ তার নাম উঠতে যাচ্ছে আর এ খবর জানিয়েছে ‘রেকর্ড বুক’ কর্তৃপক্ষ।

ভারতের কানপুরে বসবাসকারী দিলপ্রীত খুব ছোট বেলা থেকেই অঙ্কের পোকা। বয়স যখন মাত্র দুই বছর তখনই সব রকম অঙ্কের উত্তর দিতে পারতো সে। অষ্টম শ্রেণীতে পড়লেও তার ধ্যান-জ্ঞান এবং নেশা সবকিছুই অঙ্ক নিয়ে।

হাফিংটন পোস্ট জানিয়েছে, দিলপ্রীতের বাবা-মা দুজনেই শিক্ষক। তাঁরা ছোট থেকে মেয়ের অঙ্কের নেশা দেখে অ্যাবাকাস দিয়ে মেয়েকে অঙ্ক শেখান। তবে মেয়ে যে রেকর্ড বইয়ে জায়গা পাবে‚ সেটা অবশ্য দুজনে ভাবতেও পারেননি। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা জানাচ্ছেন‚ এখানেই শেষ নয়। দিলপ্রীত এবার নতুন রেকর্ড তৈরির লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ।

আগামী ৫ ডিসেম্বর থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ওয়ার্ল্ড মেন্টাল ম্যাথেমেটিক্স কম্পিটিশন শুরু হবে। দিলপ্রীতি আপাতত সেটির প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। দিলপ্রীত সেখানে নিজের গণিত প্রতিভার স্ফুরণ দেখাতে চায় । পরিবারের সাথে শিক্ষকরাও গর্বিত এই বিস্ময়বালিকার রেকর্ড গড়া সাফল্য নিয়ে। favicon

Sharing is caring!

Leave a Comment