পানি বন্দি চেন্নাই

পানি বন্দি চেন্নাই

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই (মাদ্রাজ) আপাতত বৃষ্টিমুক্ত হওয়ায় জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে। তবে অল্প সময়ের ব্যবধানে আবারো জোর বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

বন্যায় বিপর্যস্ত চেন্নাইয়ে জরুরি পরিদর্শনের পর ভারতীয় প্রধানমন্ত্রী তামিলনাড়ু প্রদেশে দেড়শ’ মিলিয়ন ডলারের সাহায্যের আশ্বাস দিয়েছেন। গত মাস থেকে তামিলনাড়ু প্রদেশে বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ২৬৯ জন। প্রযুক্তিশিল্প নগরী চেন্নাইয়ে টানা বৃষ্টি ও বন্যায় বিমান, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাপক দুর্বল হয়ে পড়ায় উদ্ধারকাজে মাঠে নামতে হয়েছে সেনা ও নৌবাহিনীকে। এখনো প্রায় পাঁচ হাজার বাড়িঘর পানির নিচে রয়েছে এবং অনেকেই বাড়ির ভেতরে আটকে রয়েছেন বলে জানানো হয়েছে। ছয় জেলাতে আজ নিয়ে ২০ দিনের মতো বন্ধ রয়েছে বিদ্যালয় ও কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত করা হয়েছে পরীক্ষা। কারখানাও বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। একটি তেল পরিশোধনাগারও বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকে চেন্নাইয়ে বৃষ্টি না হওয়ায় পানির উচ্চতা খানিকটা কমেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে চেন্নাইয়ের আশপাশের সবগুলো নদীতে বিপদসীমা অতিক্রম করে পানি প্রবাহিত হচ্ছে। নদীর কাছাকাছি এলাকার বাসিন্দাদের সাময়িক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নগরীর এক বাসিন্দা সীমা আগারওয়াল জানান, শহর ছাড়ার জন্য অসংখ্য মানুষ বাস স্টেশনে গিয়ে ভিড় করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন,‘অনেকেই কয়েকদিন ধরে অভুক্ত অবস্থায় রয়েছেন। বাড়িঘর থেকে নিজেদের জিনিসপত্র ভেসে যেতে দেখেও কিছু করতে পারেননি তারা। খাবার, কাপড়- সব চলে গেছে।’

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাত কোটি মানুষের প্রদেশটিতে আরো দু’দিন মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। favicon

Sharing is caring!

Leave a Comment