সংলাপে বসবে ভারত-পাকিস্তান

সংলাপে বসবে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : দু’দেশের মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে আবার সংলাপ প্রক্রিয়া শুরু করতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। এ জন্য দিনক্ষণ ঠিক করতে শিগগিরই বৈঠক করবেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল (১০ ডিসেম্বর) ইসলামাবাদে আফগানিস্তান বিষয়ক এক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে সম্মেলনে দেওয়া বক্তব্যে দিল্লি ও ইসলামাবাদের পারস্পরিক সম্পর্কে পরিণত মানসিকতা দেখানোর সময় এসেছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ :এএফপি, পিটিআই, এনডিটিভি।

সুষমা স্বরাজ জানিয়েছেন সার্ক সম্মেলন উপলক্ষে আগামী বছর পাকিস্তান যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেও প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সফরে থাকবেন বলে জানান সুষমা।

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বিষয়ক ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান সুষমা। গতকাল সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি যৌথভাবে হার্ট অব এশিয়া সম্মেলনের উদ্বোধন করেন। এতে ১৭টি দেশ অংশ নিয়েছে। এ উপলক্ষে তিন বছর পর এই প্রথম ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ গেলেন। এ ছাড়া গতকাল সম্মেলনের ফাঁকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরলান আবদিলদায়েভের সঙ্গে বৈঠক করেন সুষমা।favicon5

Sharing is caring!

Leave a Comment