দিল্লিতে বিমান বিধ্বস্ত, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আজ (২২ ডিসেম্বর) সকালে দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, এ ঘটনায় ঢাকায় আগামীকালের বিজিবির সঙ্গে বিএসএফের বৈঠক স্থগিত করা হয়েছে।
বিএসএফের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে আধাসামরিক কারিগরেরা ছিলেন। দিল্লি থেকে বিমানটি রাঁচির দিকে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরই বিমানটি দুয়ারকার এলাকার বাদপোলা গ্রামে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। বিমানবন্দর থেকে বাদপোলার দূরত্ব পাঁচ কিলোমিটার। দিল্লির দক্ষিণ পশ্চিমাঞ্চল পুলিশের জয়েন্ট কমিশনার দীপেন্দর পাঠক পিটিআইকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে উদ্ধারকাজ চলছে।
এনডিটিভির খবরে জানানো হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শিগগিরই দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনাটি খুব দুঃখজনক। এখনই দুর্ঘটনাস্থলে ছুটে যাচ্ছি।’
বিমান মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, অগ্নিনির্বাপক বাহিনীর ১৫ জন সদস্য ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। দুর্ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	