অবশেষে ক্ষতিপূরণ পাচ্ছেন কোরীয় যৌনদাসীরা
আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ার মহিলাদের ‘যৌনদাসী’ হিসাবে কাজ করতে বাধ্য করত জাপানের ইম্পেরিয়াল আর্মি। এঁদের ‘কমফর্ট উইমেন’ বলে ডাকা হতো। এ রকম ৪৬ জন যৌনদাসী এখনও জীবিত রয়েছেন। জাপান সেনার এই ধরনের কাজের বিরুদ্ধে বরাবরই আওয়াজ তুলে এসেছেন ওই ‘যৌনদাসীরা’। কিন্তু কোনও সুরাহাই হয়নি।
অবশেষে সেই বিতর্কে ইতি টানল খোদ জাপান। এই দীর্ঘ সমস্যার সমাধানে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, ‘কমফর্ট উইমেন বিষয়টি যেহেতু জাপানি সেনার সঙ্গে জড়িত, তাই এই সমস্যার সমাধানের দায়ভারও জাপান সরকারের।’ তিনি আরও জানান, যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁদের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
এই সব ‘কমফর্ট উইমেন’দের জন্য ইতিমধ্যেই জাপান এক বিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।