ভারতে ভুমিকম্পে ৮ জনের মৃত্যু

ভারতে ভুমিকম্পে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত আটজন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ ও নেপাল থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। সংবাদ : টাইমস অব ইন্ডিয়া।

পত্রিকাটি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিটে উত্তর-পূর্ব ভারত ও মিয়ানমার সীমান্তের কাছে এই ভূমিকম্পে মণিপুরের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মনিপুরের ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে মণিপুরের তামেংলঙ এর ননি গ্রাম ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এদিকে ভারতের আরেক জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শহরটির ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে কয়েকটি হাসপাতালও রয়েছে। পত্রিকাটি আরও জানায়, ভূমিকম্পে ধসে পড়া একটি নির্মাণাধীন ভবনের নিচে আটকেপড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেছে বলে ইম্ফলের পুলিশ ও দুর্যোগ প্রতিরোধ ইউনিট ।

ভূমিকম্পের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এক টুইটে মোদী জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।favicon5

Sharing is caring!

Leave a Comment