পদত্যাগ করলেন জাপানের অর্থমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় জাপানের অর্থমন্ত্রী আকিরা আমারি পদত্যাগ করেছেন। আজ (২৮ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
এর আগে দেশটির একটি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে আকিরা আমারির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, জাপানের একটি নির্মাণ প্রতিষ্ঠানের একজন নির্বাহীর কাছ থেকে ঘুষ নিয়েছেন তিনি।
অভিযোগটি অস্বীকার করে আজ এক সংবাদ সম্মেলনে আকিরা বলেন, ‘একজনের সামনেই নিজের পকেটে ঘুষ নেওয়ার অর্থ হলো, মানুষ হিসেবে আমার সম্মানবোধের ঘাটতি রয়েছে।’
তবে সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করলেও এর কিছু পরই তিনি পদত্যাগ করেন বলে খবর প্রকাশিত হয়।