তারা মৃত্যুশোক পালন করেন নেচে-গেয়ে !

তারা মৃত্যুশোক পালন করেন নেচে-গেয়ে !

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর ‘শোক’ পালন করতে নাচ-গানের ব্যবস্থা করা হয় ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি গ্রামে। ওই গ্রামে ৬৫ বছর বয়সে কেউ যদি মারা যান, পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়ার পরিবর্তে গান-বাজনার আয়োজন করেন। মৃত ব্যক্তিকে দেখতে আসা সকলকে মিষ্টি খাওয়ানো হয়। আবির খেলা হয়। এ সব শেষে গান বাজাতে বাজাতে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় শবদেহ। এখানেই শেষ নয়, শবদেহ কাঁধে নিয়ে গানের তালে তালে নাচতে থাকেন লোকেরা। এই অদ্ভুত রেওয়াজ দীর্ঘ দিন ধরে চলে আসছে ওই গ্রামে।

কেন এই রীতি? গ্রামবাসীরা জানান, খুব অল্প বয়সে এই গ্রামের লোকেদের বিয়ে হয়ে যায়। বৃদ্ধাবস্থায় পৌঁছতে পৌঁছতে তিন চারটে প্রজন্ম দেখে ফেলেন। বাসিন্দাদের ধারণা, এত গুলো প্রজন্ম জীবিত অবস্থায় দেখা এবং তাঁদের সঙ্গে সময় কাটানো একটা গর্বের বিষয়। সৌভাগ্যও বটে! তাঁদের আরও ধারণা, এই ধরনের লোকেদের নাকি সরাসরি স্বর্গলাভ হয়! তাই এঁদের মৃত্যুতে পরিবারের লোকেরা শোকে ভেঙে পড়ার পরিবর্তে আনন্দে মেতে ওঠেন। favicon59

Sharing is caring!

Leave a Comment