গরু-মহিষের ফ্যাশন শো!

গরু-মহিষের ফ্যাশন শো!

আন্তর্জাতিক ডেস্ক : ফ্যাশন শোর মঞ্চে এবার ক্যাটওয়াক করবে গরু-মহিষ। এমনই এক অভিনব ফ্যাশন শো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের ছোট্ট শহর রোহতকে।

আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি সেই ফ্যাশন শো-তে গরু-মহিষেরা গা ভরা ট্র্যাডিশনাল গয়না চাপিয়ে ক্যাটওয়াক করবে। এখানেই শেষ নয়, ক্যাটওয়াকের শেষে সেরার বাছাই হবে। সেরার শিরোপা যার মাথায় উঠবে, নগদে সে পাবে কড়কড়ে এক লাখ টাকা।

হঠাৎ কেন এমন ফ্যাশন শো-য়ের আয়োজন? আসলে ভিন্ন প্রজাতির গরু-মহিষের মধ্যে মিলন ঘটিয়ে হাইব্রিড তৈরি করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। রাজ্য সরকারের পক্ষ থেকেও এ কথা জানানো হয়েছে। রাজ্যে এ ভাবে ব্রিডিংয়ে’র মাধ্যমে ‘হরিয়ানা’, ‘সাহিবাল’, ‘মুরাহ’ প্রজাতির গরু-মহিষের প্রতিপালন করা হচ্ছে। রাজ্যের পশু প্রতিপালন মন্ত্রী ওমপ্রকাশ ধনকর বলেন, ‘গ্রামীণ এলাকায় হরিয়ানা প্রজাতির সৌন্দর্যের যথেষ্ঠ খ্যাতি রয়েছে।’favicon59

Sharing is caring!

Leave a Comment