নতুন করে ভূমিকম্পের আশঙ্কা জাপানে
- আর্ন্তজাতিক ডেস্ক
আরো এক দফা ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রায় আড়াই লাখ মানুষকে ঘরবাড়ী ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সংবাদ : বিবিসি।
যেসব এলাকার মানুষ জনকে সরে যেতে বলা হয়েছে সেসব এলাকায় আরো চিকিৎসক দল পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে জাপানি রেডক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকাওয়া বলছেন।
এর আগে গত সপ্তাহে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউসু দ্বীপে দু-দফা ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে প্রায় ৪২ জন মানুষ মারা যায় এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়। ওই অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে হাজার হাজার মানুষ। যাদেরকে উদ্ধার করতে সেখানে ত্রিশ হাজার উদ্ধার কর্মী নিয়োজিত রয়েছে।
জাপানের মেটেওরোলজিকাল সংস্থা বলছে, আগামীতে আরো বড় ধরণের আরো ভূমিকম্প আঘাত হানতে পারে দেশটিতে। তাই এই সতর্কতা জারি করা হয়েছে।