সিরিয়ার রুশ বিমান হামলায় নিহত ৪৪

সিরিয়ার রুশ বিমান হামলায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিব প্রদেশে একটি জনাকীর্ণ মার্কেটে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া অবজাভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার ইদলিবের শহর আরিহাতের এক মার্কেটে বিমান হামলা চালানো হয়। মার্কেটটি বর্তমানে নুসরা ফ্রন্টসহ সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীগোষ্ঠী আর্মি অব কনকোয়েস্টের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় টিভি চ্যানেল আরিহা আল ইয়ুমের খবরে বলা হয়, হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।

বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত টিভির খবরে নিহতের সংখ্যা ৪০ জন বলে দাবি করেছে। কিন্তু অবজারভেটরির পরিচালক রামি আবদুলরহমান হতাহতের সংখ্যা অনেক বেশ উল্লেখ করে বলেছেন, রুশ বিমান হামলায় অন্তত ৬০ নিহত এবং অনেকে আহত হয়েছেন। এ বিষয়ে রাশিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।

সিরিয়ার সরকারের অনুগত সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর গত মে মাসে আরিহা দখল করে আর্মি অব কনকোয়েস্ট। এর ফলে পুরো প্রদেশই ধীরে ধীরে সরকারবিরোধীদের হাতে চলে যায়। সিরিয়ার বেশ কিছু শহর বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। সংবাদ: আলজাজিরাfavicon

Sharing is caring!

Leave a Comment