আট বছরের শিশুর চিঠির জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী

আট বছরের শিশুর চিঠির জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে যেতে আসতে দারুণ সমস্যায় পড়তে হয় তাকে। মাত্র তিন কিলোমিটারের পথ, অথচ যানজটের কারণে অতিক্রম করতে সময় লাগে টানা ৪৫ মিনিট। এই যানজট কী রোজ মেনে নেওয়া যায়! এলাকার এমন যানজটের সমস্যার নিষ্কৃতি পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই তাই চিঠি লিখে বসলেন ভারতের উত্তর-পশ্চিম বেঙ্গালুরুর বিদ্যারানায়াপুরার এক নাগরিক।

‘শুধু মানুষের স্বাস্থ্যেরই ক্ষতি করছে না, আমার পড়াশোনারও ক্ষতি হচ্ছে।’

এটা কোন বিশেষ সংবাদ নয়, বিশেষ সংবাদ হলো ভুক্তভোগী এই সচেতন নাগরিক একজন তৃতীয় শ্রেনীর ছাত্র। তার বয়স মাত্র আট বছর! নাম অভিনব। ভারতের বেঙ্গালুরুর যশোবন্তপুরের ন্যাশনাল পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগের ভাষায় অভিনব লেখেন: ‘শুধু মানুষের স্বাস্থ্যেরই ক্ষতি করছে না, আমার পড়াশোনারও ক্ষতি হচ্ছে।’

চিঠি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় নড়েচড়ে বসে। গুরুত্বসহকারে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অভিনবকে দেওয়া হয়েছে ফিরতি চিঠি। তাতে যানজট সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর খবর টাইমস অব ইন্ডিয়ার

অভিনবের বিদ্যালয়ে যাওয়া আসার পথে একটি রেল ক্রসিং আছে। সেই রেল ক্রসিংয়ের ওপর একটি উড়াল সেতু নির্মাণ করছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। সে কারণেই ওই জায়গাটিতে সৃষ্টি হচ্ছে যানজট। favicon

Sharing is caring!

Leave a Comment