আরএসএস – কে একেবারে গুঁড়িয়ে দেবে কংগ্রেস : রাহুল
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে কংগ্রেস একাই গুঁড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আরএসএস জানে না আগামী দিনে কী ধরণের প্রতিরোধ অপেক্ষা করছে তাদের জন্য। কংগ্রেসের মতাদর্শ তাদের শুধু পরাস্তই করবে না, একেবারে গুঁড়িয়ে দেবে।’ তিনি আরও বলেন, ‘সেকুলারিজম কংগ্রেসের রক্তে রয়েছে, একে মুছে ফেলা যাবে না। এটা আমাদের সংগঠনের ডিএনএন। আপনারা দেখবেন কংগ্রেস শুধু ওদের পরাস্ত করবে তাই নই, আরএসএস এবং বিজেপিকে ধ্বংস করে দেবে।’ সংবাদ: হাফিংটন পোস্ট
দেশজুড়ে চলমান অসহিষ্ণুতা প্রসঙ্গে রাহুল বলেন, ‘ইতিহাসে এই প্রথম একটি ফ্যাসিবাদী সংগঠন যারা আমাদের সংবিধানের ধারণা এবং মূল্যবোধের বিরোধী শক্তি কেন্দ্রে নির্ণায়ক ক্ষমতা অর্জন করেছে। গত ১৮ মাসে ওরা দেখিয়ে দিয়েছে প্রজাতন্ত্রের শক্তিকেও তারা নষ্ট করতে প্রস্তুত রয়েছে। এটা একটা অভূতপূর্ব চ্যালেঞ্জ, সকল ভারতীয়কে এই সঙ্কটের মুখোমুখি হতে হচ্ছে।’
আরএসএস নিয়ে ক্ষুদ্ধ রাহুল বলেন, ‘আরএসএস-এর ঘোষিত উদ্দেশ্য ‘ধর্মতান্ত্রিক স্বৈরাচারী’ রাষ্ট্র স্থাপন করা। এই লক্ষ্যকে হাসিল করার জন্য তারা বর্তমান উদার, প্রগতিশীল, সেক্যুলার, সামাজিক এবং ডেমোক্রেটিক রিপাবলিককে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। বুদ্ধিজীবীদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে আরএসএস কংগ্রেসকে হারিয়ে দিয়েছে। কিন্তু এই ধারণা ভুল। আরএসএস জানে না আগামী সপ্তাহে, মাসে এবং বছরে ওরা কিসের মুখোমুখি হতে যাচ্ছে।’
আরএসএস প্রধান মোহন ভাগবতকে ‘মধ্য মেধা’র ব্যক্তিত্ব আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘মানুষ কেন মোহন ভাগবতের ঘৃণ্য, মধ্যমেধার বক্তৃতা জাতীয় চ্যানেলে দেখতে যাবেন!’
সাম্প্রতিক সময়ে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস-এর বিরুদ্ধে কংগ্রেসের অন্যতম প্রধান কাণ্ডারি রাহুল গান্ধীকে এভাবে সোচ্চার হতে দেখা যায়নি। এদিনের বক্তব্যে কার্যত আরএসএস-এর বিরুদ্ধে রাহুল গান্ধী যুদ্ধ ঘোষণা করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।