আইএস প্রধান নিহত!

আইএস প্রধান নিহত!

আন্তর্জাতিক নিউজ: ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নিহত হয়েছেন! গত শুক্রবার লিবিয়ায় সক্রিয় এই জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর পেন্টাগণ এই দাবি করেছে। সংবাদ: বিবিসি।

গত শুক্রবার চালানো ওই হামলার লক্ষবস্তু ছিল দেশটির দালান-কোঠা পরিবেষ্টিত দারনায় নামক একটি এলাকা।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বলছে, দীর্ঘ দিন ধরে আল-কায়েদার সঙ্গে জড়িত, উইসাম নাজাম আব্দ জায়েদ আল-জুবায়েদি নামে পরিচিত ইরাকি নাগরিক আবু নাবিল ছিল হামলার মুল লক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ প্রকাশিত এক ভিডিও বার্তা অনুযায়ী নাবিলের সম্ভাব্য বিচরণস্থল ছিল লিবিয়া। তিনি আইএসের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন বলে মত দেন পেন্টাগনের মুখপাত্র পিটার কুক।

গতশুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার আগেই আইএসের অবস্থান লক্ষ্য করে লিবিয়ায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট।
পেন্টাগন আরও উল্লেখ করেন, আইএসের নেতারা যেখানেই থাকুক না কেন, যুক্তরাষ্ট্র সেখানে গিয়ে হামলা চালাতে সক্ষম – নাবিলের ওপর হামলা তারই প্রমাণ।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা নাবিল নিহতের ব্যাপারে যুক্তরাষ্ট্র নিশ্চিত বলে সংবাদ প্রচার করেছে। favicon

Sharing is caring!

Leave a Comment