মিস ইরাককে অপহরণের হুমকি আইএসের

মিস ইরাককে অপহরণের হুমকি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী সায়মা আবদেল রহমানকে অপহরণের হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ (২৫ ডিসেম্বর) ২০ বছর বয়সী সায়মাকে টেলিফোনে অপহরণের হুমকি দিয়েছে আইএস। সংবাদ : ডেইলি মেইল।

যুক্তরাজ্যের ডেইলি মেইলকে সায়মা বলেন, সেরা সুন্দরীর মুকুট মাথায় পরার পর থেকে প্রতিদিনই নানা হুমকি আসছিল। কিন্তু সবচেয়ে ভয়ানক হুমকিতে ফোনটা এলো আইসিস জঙ্গি হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছ থেকে। হুমকির সুরে ওই ব্যক্তি বলেন, আইএসের দলে নাম না লেখালে, যেকোনো দিন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে।

তবে তিনি বলেছেন, এসব হুমকিতে তিনি ভয় পান না। এটা প্রমাণ করার সময় এসেছে যে ইরাকি সমাজে নারীদের নিজস্ব অস্তিত্ব আছে।

গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদের এক হোটেলে আয়োজিত হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা। ১৯৭২ সালের পর এ বছরই প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ইরাকের সুন্দরী প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় দেশের সুন্দরীতম মহিলার মুকুট পরেছিলেন সায়মা।favicon5

Sharing is caring!

Leave a Comment