ইসরায়েলে নিহত ৫

ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং পশ্চিম তীরে বৃহস্পতিবার পৃথক দুই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। সংবাদ: রয়টার্স, মেইল অনলাইন

ইসরায়েলী পুলিশ এবং সেনাবাহিনী সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল আবিবে ছুরিকাঘাতে দু’জন এবং পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ফিলিস্তিনীদের।

পশ্চিম তীরে নিহতদের একজন মার্কিন এবং অপর দু’জন ফিলিস্তিনী ও ইসরায়েলী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন। বিগত সাত সপ্তাহ ধরে ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান সহিংসতার জেরে এ নিয়ে ৮০ জন ফিলিস্তিনী এবং ১৮ জন ইসরায়েলী ও অন্যান্য দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনীদের অভিযোগ, জেরুজালেমে মুসলিমদের কাছে বিশ্বের তৃতীয় পবিত্রতম তীর্থস্থান হিসেবে স্বীকৃত আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকার ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে ইসরায়েল।

আল-আকসা মসজিদ ইসরায়েলী ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। মসজিদ ভেঙে স্থানটিকে ইহুদি মঠ হিসেবে রূপান্তরের দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন ইসরায়েলীরা। আল-আকসায় অমুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ এবং ইসরায়েল জানিয়েছে যে এই নিয়ম তারা বদলাবে না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি ধর্মীয় কর্মী এবং কট্টর-জাতীয়তাবাদী ইসরায়েলী রাজনীতিবিদদের আল-আকসায় অহরহ প্রবেশ ও নিয়ন্ত্রণের চেষ্টায় ক্ষুব্ধ হয়ে উঠছেন ফিলিস্তিনীরা। favicon

Sharing is caring!

Leave a Comment