ক্যামেরুনে নিহত ১০

ক্যামেরুনে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। প্রতিবেশী দেশ নাইজেরিয়ার কট্টর ইসলামপন্থী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত বোকো হারামের জঙ্গিরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার ক্যামেরুনের উত্তর প্রান্তের সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। চলতি বছর ক্যামেরুন ও নাইজেরিয়া ছাড়াও চাদ ও নাইজারের মতো একাধিক প্রতিবেশী দেশে অসংখ্য হামলা পরিচালনা করেছে বোকো হারাম এবং সীমান্তের লেক চাদ এলাকাকে রীতিমত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর।

উত্তরপূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় প্রায় ছয় বছর ধরে ইসলাম ধর্মের নামে সশস্ত্র আন্দোলন পরিচালনা করছে বোকো হারাম। আঞ্চলিক সামরিক জোট বোকো হারামের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সীমান্ত এলাকাগুলোতে। favicon

Sharing is caring!

Leave a Comment