কঠোর নিষেধাজ্ঞার মুখে তুরস্ক

কঠোর নিষেধাজ্ঞার মুখে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিমান ভূপাতিত করার জেরে তুরস্কের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এ সংক্রান্ত এক পরিপত্র (ডিগ্রি) জারি করেন।

রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা ওই পরিপত্রে তুরস্ক থেকে আমদানি, রাশিয়ায় তুর্কি কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং রুশ কোম্পানিতে তুরস্কের নাগরিকদের কাজ করার ওপর বিধি-নিষেধের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে পরিচালিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধের কথাও বলা হয়েছে।

এ অবস্থায় চাপে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বিমান ভূপাতিত করার ঘটনায় ‘ব্যথিত’ বললেও রাশিয়ার কাছে ক্ষমা চাওয়ার ব্যপারে অস্বীকৃতি জানিয়েছেন। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি। তবে শুক্রবার এক বক্তব্যে রাশিয়ার বিরুদ্ধে ‘আগুন নিয়ে খেলার’অভিযোগ করেন তিনি। এর আগে গত মঙ্গলবার সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র ছুড়ে জঙ্গি বিমান সুখোইএসইউ-২৪ ভূপাতিত করার চার দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক তুরস্কের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল মস্কো। favicon

Sharing is caring!

Leave a Comment