আরব বিশ্বকে অস্থিতিশীল করছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: আরব বিশ্বকে অস্থিতিশীল করার ঝুঁকিতে ফেলেছে সৌদি আরব। দেশটির পশ্চিমা মিত্র জার্মানির গোয়েন্দা সংস্থা এমন তথ্যই জানিয়েছে। জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডির মতে, অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ও আরব বিশ্বের ক্ষমতা কুক্ষিগত করার জন্য পশ্চিমা মিত্র সৌদি এ অস্থিতিশীলতার হুমকি তৈরি করেছে।
জার্মান প্রেস বিভাগে পাঠানো গোয়েন্দা সংস্থার একটি মেমোতে বলা হয়, ‘সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বর্তমানে সরকারবিরোধী একটি নীতি আরোপ করার পথে থাকায় আরব বিশ্ব আরো ঝুঁকিতে রয়েছে। গোয়েন্দরা মনে করেন, প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তার বাবার পর তিনি নিজেকে সিংহাসনে আসীন হওয়ার লক্ষ্যে কাজ করছেন। এ জন্য তৈরি হয়েছে ঝুঁকি। আর এ ঝুঁকি সৌদির আশপাশের ও মিত্রদেশগুলোর ওপর ব্যাপকভাবে পড়বে।
গোয়েন্দাদের বিশ্লেষণে লেখা হয়েছে, বাবা-ছেলে (সৌদি বাদশাহ ও প্রতিরক্ষামন্ত্রী) দুজনই সৌদিকে আরব বিশ্বের নেতা বানাতে চান। এ জন্য পররাষ্ট্রনীতি শক্ত করার পাশাপাশি সামরিক শক্তি বৃদ্ধি ও নতুন আঞ্চলিক জোট গঠনে সচেষ্ট তারা। প্রিন্স মোহাম্মদকে তার বাবার উত্তরসূরি হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু ৫৬ বছরের ক্রাউন প্রিন্স ও বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ সেই দৌড়ে সবার আগে। আর দ্বিতীয় সারিতে রয়েছেন প্রিন্স মোহাম্মদ। এ অবস্থায় প্রিন্স মোহাম্মদকে বাদশাহ বানানোর চেষ্টা করলে সৌদি রাজপরিবারে হয়তো বড় ধরনের বিপর্যয় দেখা যাবে। সিরিয়ার বাশার সরকারকে পতন ঘটানো সৌদি আরবের মূল লক্ষ্য বলেও উল্লেখ করা হয় ওই গোয়েন্দা প্রতিবেদনে। সংবাদ: দি টেলিগ্রাফ।