সৌদিতে শিয়া বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে

সৌদিতে শিয়া বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে শিয়াদের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর এর প্রতিবাদে প্রতি রাতে রাস্তায় নামছে শিয়ারা।

শনিবার নিমর আল-নিমরসহ চার শিয়ার শিরশ্ছেদ করে সৌদি আরব। ওই দিন মোট ৪৬ আসামির শিরশ্ছেদ করা হয়। কিন্তু নিমর শিয়াদের মধ্যে ব্যাপক জনপ্রিয় নেতা। তার শিরশ্ছেদ করায় সৌদি আরবের শিয়ারা ব্যাপক ক্ষোভ দেখিয়েছে। শিয়াপ্রধান রাষ্ট্র ইরান ও তার মিত্র দেশগুলো নিমরের শিরশ্ছেদের নিন্দা জানিয়েছে। এদিকে নিমরের নিজের শহর সৌদি আরবের কাতিফে শিয়াদের মধ্যে চরম হতাশা দেখা গেছে। তাদের দৃষ্টিতে, নিমরের শিরশ্ছেদ করা ন্যায় বিচার হয়নি।

ডন অনলাইনে এ-সম্পর্কিত প্রতিবেদনে কাতিফের এক শিয়া নেতার বরাত দিয়ে বলা হয়েছে, জনগণ ক্ষুব্ধ। তারা বিস্মিত, কারণ গত মাসে ইঙ্গিত দেওয়া হয়েছিল শিরশ্ছেদ করা হবে না। জনগণ তার (নিমর) বয়ান শুনত, কিন্তু আইন লঙ্ঘনের সরসরি কোনো প্রমাণ তাতে নেই।’ এ ছাড়া শিয়াদের গণবিক্ষোভে সরকারবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। সৌদি রাজতন্ত্রের পতন দাবিতে আওয়াজ তুলছে তারা। বিক্ষোভে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলাও হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সৌদি আরবের শিয়া সম্প্রদায় সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু করতে পারে। যদিও এ বিষয়ে সজাগ রয়েছে সৌদি আরব। favicon5

Sharing is caring!

Leave a Comment