সৌদি আরব পেল প্রথম নারী কাউন্সিলর

সৌদি আরব পেল প্রথম নারী কাউন্সিলর

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পৌর নির্বাচনে প্রথমবার এক নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আজ (১৩ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিজয়ী নারী কাউন্সিলরের নাম সালমা বিনতে হিজাব আল-ওতেইবি। তিনি মক্কা প্রদেশের একটি আসনে জয় পেয়েছেন।

দেশটিতে গতকাল ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করা হচ্ছে। কারণ, সৌদি আরবের অতিরক্ষণশীল ইসলামি শাসনব্যবস্থায় দেশটির নারীরা এই প্রথম ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন।

রাজতান্ত্রিক সরকার ব্যবস্থার দেশ সৌদি আরবে কেবল কম ক্ষমতার পৌর পরিষদের সদস্যরাই জনগণের ভোটে নির্বাচিত হন।

বিবিসি জানায়, এবারের পৌর নির্বাচনে ৯৭৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই লড়াইয়ে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩৮ জন। ভোট গণনা এখনো চলছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রায় ১ লাখ ৩০ হাজার নারী ভোটার নিবন্ধন করে। অন্যদিকে নিবন্ধিত পুরুষ ভোটার ছিল প্রায় সাড়ে ১৩ লাখ।

দেশটিতে নারীদের প্রথমবারের মতো ভোটার ও প্রার্থী হতে পারার কারণে সৌদি আরবের গতকালের পৌর নির্বাচন বেশ কিছুদিন ধরেই আলোচিত বিষয়। দেশটিতে এখনো নারীদের গাড়িচালনা নিষিদ্ধ।

সৌদি আরবে সব ধরনের প্রকাশ্য স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। তাই পৌর নির্বাচনের নারী প্রার্থীরা প্রচারাভিযানের সময় কোনো পুরুষ ভোটারের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি।

ওই নির্বাচনে নিবন্ধিত ভোটারদের মধ্যে নারীর সংখ্যা ১০ শতাংশেরও কম হওয়ায় নারী প্রার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগও খুব কম।

এ প্রসঙ্গে রিয়াদের মধ্যাঞ্চলের এক নারী প্রতিদ্বন্দ্বী ও শিশুরোগ বিশেষজ্ঞ আমল বাদরেলদিন আল-সারওয়ারি বলেন, তিনি জয়ের জন্য প্রার্থী হননি। নির্বাচনে অংশগ্রহণই তাঁর বিজয়।favicon5

Sharing is caring!

Leave a Comment