ফুল ফুটেছে বোমার টবে!

ফুল ফুটেছে বোমার টবে!

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবাদের কত রকম ভাষা জানে মানুষ! আছে করুণার কত বিচিত্র প্রকাশ। যখন ইসরায়েলি সেনাবাহিনীর ছুড়ে দেওয়া বোমার আঘাতে নিত্য অকাতরে প্রাণ হারায় ফিলিস্তিনি নর-নারী-শিশু, তখন করুণার অবতার হয়ে সেইসব বোমার খোলস সংগ্রহ করে তাতে ফুল চাষ করছেন ফিলিস্তিনি এক নারী।

Bomb2_832080496তার অভূতপূর্ব প্রতিবাদ ও করুণার এই ভাষা বুঝবে কি ইসরায়েলি শাসকরা? কাঁটাতারের ওপার থেকে ছুড়ে দেওয়া বোমার খোলসে এপারে রোপিত হয়েছে ফুলের চারা। প্রতিটি ফুলের চারা যেন কোমলমতি এক একটি শিশু। সন্তানতুল্য ভালোবাসায় পরম যত্নে ফুলের ‘বোমা-টবে’ প্রতিদিন করুণার জল ঢালেন ওই ফিলিস্তিনি জননী।

ভালোবেসে না কি পাথরে ফুল ফোটানো যায়। তাই বলে বোমায়ও!

সূত্র : ডেইলি মেইল।favicon59

Sharing is caring!

Leave a Comment