আয়লানের পাচারকারীদের বিচার শুরু

আয়লানের পাচারকারীদের বিচার শুরু

 

আন্তর্জািতিক ডেস্ক : বিশ্ব মানবতাকে গত বছর নড়িয়ে দিয়েছিল শিশু আয়লান কুর্দি। পাশ্চাত্যের দেশগুলোর চাপিয়ে দেওয়া যুদ্ধে বিধ্বস্ত সিরিয়া থেকে জীবন বাঁচাতে ইউরোপে পাড়ি দিতে গিয়ে মা-ভাইয়ের সঙ্গে সমুদ্রে ডুবে মারা যায় তিন বছরের শিশু আয়লান। তুরস্কের সমুদ্রতটে ভেসে আসে তার লাশ।

বালির সৈকতে উপুড় হয়ে পড়ে থাকা আয়লানের ছবি প্রকাশিত হলে শুধু প্রতিবাদের ঝড় ওঠে না, সে ঝড়ে পাল্টে যায় ইউরোপ-আমেরিকার অভিবাসন নীতি। শিশু আয়লানের পাচারকারী দুইজনের বিচার শুরু করেছে তুরস্কের আদালত। তারা হচ্ছেন মুওয়াফাকা আলাব্বাস ও আসেম আলফ্রেড। তাদের বিরুদ্ধে আয়লান কুর্দিসহ চারজনের নৌকাডুবিতে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। যদিও তারা এ মৃত্যুর দায় স্বীকার করেনি। বরং আয়লানের বাবা আবদুল্লাহ কুর্দির সমুদ্রে নৌকা ভাসানোর অভিযোগ তুলেছেন।

অভিযোগ প্রমাণিত হলে ওই দুই পাচারকারীর সর্বোচ্চ ৩৫ বছরের কারদণ্ড হতে পারে। favicon59

Sharing is caring!

Leave a Comment