সিরিয়ায় আবারো আইএসের হামলা

সিরিয়ায় আবারো আইএসের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ হোমস এবং রাজধানী দামেস্কে  আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের এই হামলায় এই দুই প্রদেশে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বহুসংখ্যক। তবে নিহতদের অধিকাংশই সাধারণ নাগরিক।

এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে এই হামলায় কমপক্ষে ৬০টি দোকান ও রাস্তার পাশে থাকা গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আল জাজিরার খবরে জানানো হয়, সাইয়েদা জয়নব উপশহরটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্রের নামে নামকরণ করা হয়েছে। শিয়াদের বিশ্বাস, এখানেই জয়নবের সমাধি তাই শিয়া সম্প্রদায়ের লোকদের জন্য এ স্থানটি খুবই পবিত্র। এর আগে জানুয়ারিতে একই শিয়া উপাসনালয়ে আইএসের হামলায় ৭০ জন নিহত হয়।

বার্তা সংস্থা আমাক জানিয়েছে, আইএসর জিহাদিরা গাড়িবোমা ও বিস্ফোরক কোমরবন্ধনী পরে এ হামলা চালায়।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ জানিয়েছে, রাশিয়ার বিমান হামলা ও সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ৫০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি ও আল জাজিরা অনলাইন। favicon594

Sharing is caring!

Leave a Comment