ফাঁস হলো আইএসের গোপন দলিল
আর্ন্তজাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সাবেক এক সদস্য মোহভঙ্গ হওয়ার পর সংগঠনের গোপন নথী তুলে দিয়েছেন সংবাদকর্মীদের হাতে। বর্তমানে এসব নথী নিয়ে পরীক্ষা চালাচ্ছেন জার্মান গোয়েন্দারা। সংবাদ : বিবিসি।
বিবিসি জানিয়েছে, নতুন সদস্য নিয়োগের সময় যে সব তথ্য সংগ্রহ করা হতো তেমন একটি দলিলও ফাঁস হয়েছে। এছাড়া প্রায় ২২ হাজার আইএস যোদ্ধার বিস্তারিত বিবরণ রয়েছে এসব নথীতে। বিভিন্ন সময় নিহত হয়েছে এমন আইএস যোদ্ধাদের বিস্তারিত তথ্যও রয়েছে।
আইএস পৃথিবীর ৪০টি দেশ থেকে কর্মী নিয়োগ করেছে বলে জানিয়েছে গোয়েন্দারা এবং সেসব দেশের নাম এসব নথীতে উল্লেক করা হয়েছে।
এই দলিলগুলো আরবি ভষায় প্রকাশ করা হয়েছে এবং কাতার ভিত্তিক সিরীয় একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রথম প্রকাশিত হয়।