হিলারির পথ পরিষ্কার করলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা করছেন না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় বুধবার তিনি এ ঘোষণা দেন। সংবাদ: রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থিতা কয়েক মাস ধরেই রহস্যে ঘিরে ছিলো। বুধবার আকস্মিক ভাবে তার দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে সে রহস্যের অবসান হলো। এতে করে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটদলীয় মনোনয়ন পেতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সামনে আর কোন বড় বাধা রইল না।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে স্ত্রী জিল ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাথে নিয়ে প্রার্থিতা না করার এই ঘোষণা দেন ৭২ বছর বয়সী বাইডেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদে লড়ছি না। তবে নীরবও থাকব না। জোর দিয়ে বলতে চাই, দলের প্রয়োজন ও জাতীয় স্বার্থে যতটা পারি ভূমিকা রাখব।’